LSG vs MI, IPL 2023 Live: রোহিত-ইষাণের ৯০ রানের পার্টনারশিপ সত্ত্বেও, দুরন্ত শেষ ওভারে লখনউকে ৫ রানে জেতালেন মহসিন

IPL 2023, Match 63, LSG vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুইবার মুখোমুখি হয়ে দুইবার জয় পয়েছে লখনউ সুপার জায়ান্টস।

ABP Ananda Last Updated: 16 May 2023 11:37 PM

প্রেক্ষাপট

লখনউ: আজ আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। প্লে অফের দৌড়ে রয়েছে ২ টো দলই। এখনও পর্যন্ত...More

LSG vs MI Live Score: অনবদ্য মহসিন

চাপের মুখে অনবদ্য শেষ ওভার করলেন মহসিন খান। তাঁর একের পর এক নিঁখুত ইয়র্কারের কোনও জবাব ছিল না ডেভিড-গ্রিনের কাছে। মহসিনের সুবাদেই ৫ রানে জয় পেল লখনউ। ১৭৭ রান তাড়া করতে নেমে মুম্বই ১৭২/৫ রানেই থেমে গেল।