LSG vs MI, IPL 2023 Live: রোহিত-ইষাণের ৯০ রানের পার্টনারশিপ সত্ত্বেও, দুরন্ত শেষ ওভারে লখনউকে ৫ রানে জেতালেন মহসিন

IPL 2023, Match 63, LSG vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুইবার মুখোমুখি হয়ে দুইবার জয় পয়েছে লখনউ সুপার জায়ান্টস।

ABP Ananda Last Updated: 16 May 2023 11:37 PM
LSG vs MI Live Score: অনবদ্য মহসিন

চাপের মুখে অনবদ্য শেষ ওভার করলেন মহসিন খান। তাঁর একের পর এক নিঁখুত ইয়র্কারের কোনও জবাব ছিল না ডেভিড-গ্রিনের কাছে। মহসিনের সুবাদেই ৫ রানে জয় পেল লখনউ। ১৭৭ রান তাড়া করতে নেমে মুম্বই ১৭২/৫ রানেই থেমে গেল। 

LSG vs MI Live: হাড্ডাহাড্ডি লড়াই

জমে উঠেছে লখনউ-মুম্বইয়ের ম্যাচ। নেহাল ওয়াদেরাকে ১৬ রানে সাজঘরে ফেরালেন মহসিন খান ১৩১ রানে চতুর্থ উইকেট হারাল পল্টনরা। মুম্বইকে জয়ের জন্য ২৩ বলে ৪৭ রানের প্রয়োজন।

LSG vs MI Live Score: প্রথম সাফল্য

অবশেষে মুম্বইয়ের ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হল লখনউ। ৩৭ রানে রোহিতকে সাজঘরে ফেরালেন রবি বিষ্ণোই। লখনউ স্পিনারের এটি ৫০তম আইপিএল উইকেট। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯২/১। বাকি ১০ ওভারে ম্যাচ জিততে মুম্বইকে আরও ৮৬ রান তুলতে হবে।

LSG vs MI Live: দুরন্ত শুরু

পাওয়ার প্লেতেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লের ছয় ওভার শেষে পল্টনদের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। রোহিত ২৬ ও ঈশান কিষাণ ২৯ রানে ব্যাট করছেন।

LSG vs MI Live Score: আগ্রাসী ঈশান

১৭৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মুম্বই ইন্ডিয়ান্স বেশ ভালই করেছে। রোহিত শর্মা এখনও তেমন বড় শট না খেললেও, ঈশান কিষাণ পল্টনদের হয়ে ইতিমধ্যেই ১৪ বলে ২২ রানে ব্যাট করছেন। রোহিত চার রানে ব্যাট করছেন। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ২৭। 

LSG vs MI Live Score: মুম্বইয়ের টার্গেট ১৭৮

স্টোইনিসের ধুঁয়াধার ৮৯ রানের ইনিংসে ভর করে ১৭৭/৩ তুলল লখনউ। 

LSG vs MI Live: রিটায়ার্ড হার্ট

অর্ধশতরানের পূর্বে ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরলেন লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য। স্পষ্টতই তাঁর দৌড়াতে সমস্যা হচ্ছিল। পাশাপাশি ৪৯ রানের ইনিংস খেললেও, নিয়মিতভাবে বড় শট মারতে পারছিলেন না ক্রুণাল। তাই চোট পেয়ে তিনি মাঠের বাইরে গেলেন না, পরিকল্পনামাফিক, তা বলাটা খানিকটা কঠিন। তাঁর বদলে গত ম্যাচে ১৩ বলে ৪৪ রান করা নিকোলাস পুরান ক্রিজে নেমেছেন। ১৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ১১৭/৩।  

LSG vs MI Live Score: অর্ধশতরানের পার্টনারশিপ

লখনউয়ের গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মার্কাস স্টোইনিস। এই ম্যাচেও তাঁর ফর্ম অব্যাহত। তিনি বর্তমানে ২৬ রানে ব্য়াট করছেন। লখনউ অধিনায়ক ক্রুণাল খেলছেন ৩৭ রানে। ১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৮৬/৩। ইতিমধ্যেই তৃতীয় উইকেটে স্টোইনিস ও ক্রুণাল অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।

LSG vs MI Live Score: ৫০ রানের গণ্ডি পার

অবশেষে ৮ ওভারে ৫০ রানের গণ্ডি পার করল লখনউ। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫০/৩।

LSG vs MI Live: ইনিংস সামলাচ্ছেন ডিকক-ক্রুণাল

বেরেনডর্ফের এক ওভারেই লখনউয়ের দীপক হুডা ৫ ও প্রেরক মাঁকড় শূন্য রানে সাজঘরে ফেরেন। কিন্তু তারপর ডিকক ও ক্রুণাল পাণ্ড্য লখনউয়ের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিকক ১৫ ও ক্রুণাল ১১ রানে ব্যাট করছেন। ৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩২/২। 

LSG vs MI Live Score: টস জিতল মুম্বই

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। লখনউয়ের দলে চারটি বদল।

প্রেক্ষাপট

লখনউ: আজ আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। প্লে অফের দৌড়ে রয়েছে ২ টো দলই। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১২ ম্যাচে খেলেছে মুম্বই। তার মধ্যে ৭ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে। ৫ ম্যাচে হারতে হয়েছে রোহতি বাহিনীকে। ঝুলিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। ৬টি জয় ও পাঁচটি ম্যাচে হারতে হয়েছে ক্রুণাল পাণ্ড্যর দলকে। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। 


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মাত্র ২ বারই মুখোমুখি হয়েছে লখনউ ও মুম্বই। কারণ গতবছরই আত্মপ্রকাশ করেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর এই দু'বারের সাক্ষাতে ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। শেষ ম্যাচটি হয়েছিল গত বছর মুম্বইয়ের হোমগ্রাউন্ড ওয়াংখেড়েতে। সেই ম্যাচে ৩৬ রানে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। সেই ম্যাচে কে এল রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যদিও আজকের ম্যাচে রাহুলকে পাবে না লখনউ। চোটের জন্য অনেক আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি এই কর্ণাটকী ব্য়াটার। 


লখনউ তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে আজ। কিন্তু এই মাঠে তাদের রেকর্ড একদমই লখনউয়ের পক্ষে যাচ্ছে না। ৬ ম্যাচ খেলে মাত্র ২ বার জয় পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। আজকের ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই সেই রেকর্ডবুকে কিছু বদল আনতে চাইবেন ক্রুণালরা।


মুম্বইয়ের সবচেয়ে বড় শক্তি ব্য়াটিং লাইন আপে। সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মা এখনও সেভাবে বড় রান পাননি। তবে মিডল অর্ডার প্রতিদিনই রান পাচ্ছে। লখনউ শিবিরে কে এল রাহুল বেরিয়ে যাওয়ার পর কুইন্টন ডি কক ঢুকেছেন দলে। তিনি নিজের জাত চিনিয়েছেন এরমধ্যেই। আজকের ম্যাচেও প্রোটিয়া তারকা ব্যাট কথা বলে কি না, তা দেখার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.