RCB vs LSG, IPL 2023 Live: স্টোইনিস-পুরানের তাণ্ডবে আরসিবি-র অবাক হার, জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে লখনউ
IPL 2023, Match 15, RCB vs LSG: ঘরের মাঠে কি ফের জয়ের রাস্তায় ফিরতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর?
রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জয়ী লখনউ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। হাতে ছিল ৩ উইকেট। বোলার ছিলেন হর্ষল পটেল। ওভারের প্রথম বলে ১ রান নেন জয়দেব উনাদকট। পরের বলেই মার্ক উড বোল্ড হয়ে যান। তৃতীয় বলে রবি বিষ্ণোই দৌড়ে ২ রান নেন। চতুর্থ বলে সিঙ্গল ছিনিয়ে নেন তিনি। ২ বলে তখন চাই আর ১ রান। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান উনাদকট। শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। লখনউয়ের হাতে আর মাত্র ১ উইকেট। আবেশ খানকে বল করতে গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে রবি বিষ্ণোইকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন হর্ষল। তবে সফল হননি। আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। শেষ বল আবেশ খান ব্যাটে ঠেকাতে ব্যর্থ হন। কিন্তু উইকেটের পিছনে সঠিকভাবে বল সংগ্রহ করতে পারেননি দীনেশ কার্তিক। দৌড়ে ১ রান নিয়ে নেন আবেশ ও রবি। জয়ের পর উত্তেজনায় মাঠে হেলমেট ছুড়ে দেন আবেশ। ১ উইকেটে ম্যাচ জেতে লখনউ।
ম্যাচ শেষের আগেই উইকেট খোয়ালেন পুরান। মহম্মদ সিরাজের বলে আউট হলেন তিনি।
আইপিএল-এ দ্রুততম অর্ধশতরান করলেন নিকোলাস পুরান। আরসিবির বিরুদ্ধে ১৫ বলে ৫১ রানে অপরাজিত রয়েছেন তিনি
১৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৫৪/৫। ম্যাচ জিততে আর ৩৬ বলে ৫৯ রান চাই লখনউয়ের।
৩০ বলে ৬৫ রান করে ফিরলেন মার্কাস স্টোইনিস। ১১ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১০৫/৪।
৯ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৭৬/৩। ৪৩ বলে ৪৬ রান করে পাল্টা লড়াই করছেন মার্কাস স্টোইনিস।
ওয়েন পার্নেলের বলে কট বিহাইন্ড দীপক হুডা। ওই ওভারেই ক্রুণাল পাণ্ড্যকেও (০) ফেরালেন পার্নেল। ৪ ওভারের শেষে লখনউ সুপার জায়ান্টস ২৩/৩।
প্রথম ওভারেই কাইল মেয়ার্সকে ফেরালেন মহম্মদ সিরাজ। ২ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১০/১।
২৪ বলে হাফসেঞ্চুরি গ্লেন ম্যাক্সওয়েল। ২৯ বলে ৫৯ রানে বোল্ড হলেন তিনি। ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত ফাফ ডুপ্লেসি। ২০ ওভারের শেষে আরসিবি তুলল ২১২/২।
মার্ক উডকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি ডুপ্লেসির। ১৫.২ ওভারে আরসিবির স্কোর ১৪৫/১।
১৫ ওভারের শেষে আরসিবির স্কোর ১৩৭/১। ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত ফাফ ডুপ্লেসি। ১২ বলে ২১ রান করে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল।
৪৪ বলে ৬১ রান করে অমিত মিশ্রর বলে ফিরলেন বিরাট কোহলি। ১১.৩ ওভারের শেষে আরসিবির স্কোর ৯৬/১।
৩৫ বলে হাফসেঞ্চুরি বিরাট কোহলির। ১০ ওভারের শেষে আরসিবির স্কোর ৮৭/০।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৫৬ রান। ২৫ বলে ৪২ রান করে অপরাজিত বিরাট কোহলি।
বিরাটের ব্যাটে ভর করে ৪ ওভার শেষে ৩৩ রান আরসিবির। ২৩ রানে অপরাজিত রয়েছেন বিরাট
আরসিবির বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টস দলে ফিরলেন মার্ক উড।
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: ইডেনে কেকেআরের তৈরি স্পিন-জালের ফাঁদে হাঁসফাঁস খেতে হয়েছিল তাদের। ঘরের মাঠে কি ফের জয়ের রাস্তায় ফিরতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ? বিরাট কোহলি (Virat Kohli)-ফাফ ডু'প্লেসিদের (Faf Du Plessis) সামনে অবশ্য শক্ত চ্যালেঞ্জ। কারণ, প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এমনিতেই লখনউ কাপতান কে এল রাহুলের (KL Rahul) 'ঘরের মাঠ'। তার ওপর গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দুরন্ত ক্রিকেটে কার্যত উড়িয়ে দিয়েছিল তারা।
এবারের আইপিএল (IPL) অভিযানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারলেও প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়েছিল তারা। আর তৃতীয় ম্যাচে হায়দরাবাদকেও হারিয়েই বেঙ্গালুরুতে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে তারা। আবেশ খানের এই ম্যাচে নামা নিয়ে খানিক শঙ্কা থাকলেও প্রথম একাদশে ফিরবেন মার্ক উড (Mark Wood)। এদিকে, বিরাটদের বিরুদ্ধে লখনউ পাবে কুইন্টন ডি কককেও। চিন্নাস্বামীর (Bengaluru's M Chinnaswamy Stadium) পিচে খেলার আগের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে বড় রানের ম্যাচ হবে বলেই প্রত্যাশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি উল্টোদিকে, অনুজ রাওয়াতের জায়গায় লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের জন্য মহিপাল লমরোরকে খেলাতে পারে আরসিবি ব্রিগেড।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুল ছাড়াও ব্যাট হাতে উজ্জ্বল হয়ে উঠেছিলেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। অলরাউন্ডার ক্রুণাল ব্যাটিংয়ের পাশাপাশি ছাপ রেখেছিলেন বোলিংয়েও। গত ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট। পাশাপাশি অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র-র ঝুলিতে গিয়েছে ২ টি উইকেট। কেকেআরের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হলেও আরসিবি-র প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের রাস্তা গড়ে দিয়েছিল বিরাট কোহলির ব্যাট। বেঙ্গালুরু শিবিরের অধিনায়ক ডু'প্লেসিও রয়েছেন দুরন্ত ছন্দে। পাশাপাশি নজর থাকবে গ্লেন ম্য়ক্সওয়েল, দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের দিকেও। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন ডেভিড উইলি ও কর্ণ শর্মা। লখনউয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বেঙ্গালুরুর বোলাররা কেমন পারফরম্যান্স মেলে ধরেন, তার ওপরে অনেকাংশে নির্ভর করবে ম্যাচের ফল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -