RCB vs LSG, IPL 2023 Live: স্টোইনিস-পুরানের তাণ্ডবে আরসিবি-র অবাক হার, জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে লখনউ

IPL 2023, Match 15, RCB vs LSG: ঘরের মাঠে কি ফের জয়ের রাস্তায় ফিরতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর?

ABP Ananda Last Updated: 10 Apr 2023 11:41 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: ইডেনে কেকেআরের তৈরি স্পিন-জালের ফাঁদে হাঁসফাঁস খেতে হয়েছিল তাদের। ঘরের মাঠে কি ফের জয়ের রাস্তায় ফিরতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ? বিরাট কোহলি (Virat Kohli)-ফাফ ডু'প্লেসিদের (Faf Du...More

RCB vs LSG Match: রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জয়ী লখনউ

রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জয়ী লখনউ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। হাতে ছিল ৩ উইকেট। বোলার ছিলেন হর্ষল পটেল। ওভারের প্রথম বলে ১ রান নেন জয়দেব উনাদকট। পরের বলেই মার্ক উড বোল্ড হয়ে যান। তৃতীয় বলে রবি বিষ্ণোই দৌড়ে ২ রান নেন। চতুর্থ বলে সিঙ্গল ছিনিয়ে নেন তিনি। ২ বলে তখন চাই আর ১ রান। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান উনাদকট। শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। লখনউয়ের হাতে আর মাত্র ১ উইকেট। আবেশ খানকে বল করতে গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে রবি বিষ্ণোইকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন হর্ষল। তবে সফল হননি। আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। শেষ বল আবেশ খান ব্যাটে ঠেকাতে ব্যর্থ হন। কিন্তু উইকেটের পিছনে সঠিকভাবে বল সংগ্রহ করতে পারেননি দীনেশ কার্তিক। দৌড়ে ১ রান নিয়ে নেন আবেশ ও রবি। জয়ের পর উত্তেজনায় মাঠে হেলমেট ছুড়ে দেন আবেশ। ১ উইকেটে ম্যাচ জেতে লখনউ।