LSG vs SRH, IPL 2023 Live: ৪ ওভার বাকি থাকতে হায়দরাবাদকে একপেশেভাবে হারাল রাহুলের লখনউ

IPL 2023, Match 10, LSG vs SRH: আইপিএলে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস।

ABP Ananda Last Updated: 07 Apr 2023 10:48 PM

প্রেক্ষাপট

লখনউ: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) উভয় দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে জয়ে ফিরতে মরিয়া দুই দলই আজ আইপিএলে...More

LSG vs SRH Live Score: ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতল লখনউ

২৩ বলে ৩৪ রান করে ফিরলেন ক্রুণাল। ৩১ বলে ৩৫ রান রাহুলের। তবে রোমারিও শেফার্ড রান পাননি। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতল লখনউ।