LSG vs SRH, IPL 2023 Live: ৪ ওভার বাকি থাকতে হায়দরাবাদকে একপেশেভাবে হারাল রাহুলের লখনউ
IPL 2023, Match 10, LSG vs SRH: আইপিএলে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস।
ABP Ananda Last Updated: 07 Apr 2023 10:48 PM
প্রেক্ষাপট
লখনউ: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) উভয় দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে জয়ে ফিরতে মরিয়া দুই দলই আজ আইপিএলে...More
লখনউ: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) উভয় দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে জয়ে ফিরতে মরিয়া দুই দলই আজ আইপিএলে (IPL 2023) দশম ম্যাচে লখনউয়ের একান্না স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হতে চলেছে। লক্ষ্য তিন পয়েন্ট ঘরে তুলে নেওয়া। এই ম্যাচের আগে দুই দলেরই তারকা দক্ষিণ আফ্রিকানরা যোগ দেওয়ায় দুই দলই শক্তিশালী হয়েছে। এই ম্যাচে কী সানরাইজার্স নিজেদের মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলতে পারবে, না ফের একবার লখনউতে জিতবেন কেএল রাহুলরা?গত ম্যাচে চিপকে কাইল মায়ার্স (৫৩) ও নিকোলাস পুরানের (৩২) লড়াকু ইনিংসের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েও হতাশ হতে হয়েছিল। ১২ রানে পরাজিত হয় লখনউ। তবে ঘরের মাঠে কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল লখনউ। মার্ক উডের পাঁচ উইকেট ও মায়ার্সের ৭৩ রানে ভর করে জয় পায় লখনউ। তবে আজকের ম্যাচে মায়ার্স আদৌ দলে জায়গা পাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ, অবশ্যই কুইন্টন ডিককের প্রত্যাবর্তন। নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকার সিরিজের শেষেই তিনি দলে যোগ দিয়েছেন।ডিককের মতোই প্রোটিয়া তারকা এইডেন মারক্রামও নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্সে যোগ দিয়েছেন। তিনি আবার দলের অধিনায়কও বটে। ভুবনেশ্বর, আদিল রশিদ, উমরন মালিকদের নিয়ে তৈরি সানরাইজার্স বোলিং বিভাগ কিন্তু বেশ শক্তিশালী। একানা স্টেডিয়ামের বড় বাউন্ডারি কিন্তু বোলারদের সুবিধাও দেবে। সানরাইজার্স, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের হতাশা ঝেড়ে ফেলে ম্যাচ জিততে পারে কি না, সেটাই দেখার বিষয়।গত মরসুমে লখনউ ও সানরাইজার্স একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল। কেএল রাহুল (৬৮) ও দীপক হুডা (৫১) সেই ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। বল হাতে আবেশ খানও জ্বলে উঠেছিলেন। চার উইকেট নেন তিনি। এই ত্রয়ীর সুবাদেই সানরাইজার্সকে ১২ রানে সেই ম্যাচে হারিয়েছিল লখনউ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
LSG vs SRH Live Score: ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতল লখনউ
২৩ বলে ৩৪ রান করে ফিরলেন ক্রুণাল। ৩১ বলে ৩৫ রান রাহুলের। তবে রোমারিও শেফার্ড রান পাননি। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতল লখনউ।