লাহৌরে খেলতে যেতে অস্বীকার, লুক রাইটকে ট্যুইটারে গালিগালাজ পাক ক্রিকেটপ্রেমীদের

Continues below advertisement
নয়াদিল্লি: নিরাপত্তাজনিত কারণে লাহৌরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে না যাওয়ার কথা জানিয়ে পাক ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার লুক রাইট। ট্যুইটারে তাঁকে গালিগালাজ করা হচ্ছে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, লাহৌরে নিরাপত্তার কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন অনেকে। রাইট অবশ্য ভদ্রভাবেই এই আক্রমণের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান কতটা শান্তিপ্রিয় দেশ, এই ধরনের ট্যুইট দেখে সে বিষয়ে তাঁর সংশয় হচ্ছে।
এবারের পিএসএল-এ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার রাইট, কেভিন পিটারসেন ও টাইমাল মিলস। তাঁরা তিনজনই লাহৌরে ফাইনাল খেলতে যেতে অস্বীকার করেছেন।
ট্যুইটারে পাক ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে রাইট লেখেন, পরিবারের কথা ভেবেই তিনি লাহৌরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, সেখানে নিরাপত্তাজনিত সমস্যা আছে। ক্রিকেট খেলার জন্য তিনি প্রাণের ঝুঁকি নিতে পারবেন না।
এই ট্যুইটের পরেই আক্রমণ করা হচ্ছে রাইটকে। তার জবাব দিয়েছেন এই ক্রিকেটার।
Continues below advertisement
Sponsored Links by Taboola