নয়াদিল্লি: ভারতকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। ভারোত্তোলক সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতেছেন। সোনার মেয়েকে এবার অভিনব উপায়ে সম্মান জানালেন শিল্পী রব। যাঁর 'ম্যাড' অনুষ্ঠান প্রবল জনপ্রিয়।


রব হাতে চানুর একটি ছবি এঁকেছেন। ছবির চানুর হাতে ধরিয়েছেন ওজন তোলার বার। এমনভাবে সেই ছবির সঙ্গে একটি কাগজ জুড়ে দিয়েছেন যে, সেই কাগজের টুকরো ধরে ওপর-নীচ করলেই ছবির চানুকে দেখা যাচ্ছে ওজন তুলতে ও নামাতে। রব সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তা ভীষণ ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় দেড় লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।


রব লিখেছেন, 'যখন সাইখম মীরাবাঈ চানুর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের খবর পাই, আমি ঠিক করে নিয়েছিলাম একটা রিল বানিয়ে সেলিব্রেট করব। তাই এটা বানালাম'। অন্যান্য পদকজয়ীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।


 






পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ


কমনওয়েলথ গেমসে (CWG 2022) তিনি রেকর্ড গড়েছেন। ভারোত্তোলনে সোনা জিতেছেন। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা এসেছিল তাঁর হাত ধরেই। আর সেই সাফল্যের পরই পরবর্তী লক্ষ্য সাজিয়ে ফেলেছেন সাইখম মীরাবাঈ চানু (Mirabai Chanu)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়কে পাখির চোখ হিসাবে দেখছেন ভারতীয় অ্যাথলিট।


পদকজয়ের পর চানু বলেছেন, 'আমি খুব খুশি। রেকর্ড গড়তে পেরেছি। অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। দেশকে প্রথম সোনা দিতে পারার চেয়ে বেশি খুশি আর কিছুতে হয় না।' চানু যোগ করেছেন, 'আমি ভেবে এসেছিলাম নিজের সঙ্গে লড়াই করব। সেটাই করেছি। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিলাম। না পারলেও আত্মবিশ্বাস বেড়েছিল।'


২০১৮ সালে গোল্ড কোস্ট, গত বছর টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর কমনওয়েলথ গেমসেও পদক। তাও আবার সোনা। সাফল্য কাকে উৎসর্গ করবেন? চানু বলছেন, 'কোচ ও পরিবারকে সোনা উৎসর্গ করলাম।' যোগ করেছেন, 'সকলকে বলব, সোনা না হোক, যে কোনও পদক জেতো।' পরবর্তী লক্ষ্য? চানুর কথায়, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও প্রত্যয়ী হয়ে নামব। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্বরেকর্ড করার চেষ্টা করব।'


আরও পড়ুন: কমনওয়েলথ ফেন্সিংয়ে সোনা, ভবানী দেবীর হাত ধরে ফের গর্বের মুহূর্ত