সমীরণ পাল, অশোকনগর, উত্তর ২৪ পরগনা: মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অশোকনগর। মিছিলের স্লোগান ঘিরে বচসা। তারপরেই মিছিলে থাকা লোকজনকে মারধরের অভিযোগ। অভিযোগের তির শাসক দল তৃণমূলের (TMC) স্থানীয় নেতৃত্ব ও কাউন্সিলরের দিকে।  


কী অভিযোগ:
এদিন একটি আদিবাসী সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। অশোকনগরে একটি মিছিল ঘিরেই ঝামেলার সূত্রপাত। ওই মিছিল থেকে 'চোর চোর' স্লোগান ওঠে বলে অভিযোগ। সেই স্লোগান ঘিরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ তেড়ে আসে বলে অভিযোগ। শুরু হয় বচসা। তার মাঝেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয় বলে দাবি। তৃণমূল নেতা চড়ও মারেন বলে অভিযোগ। এরপরেই পাল্টা হামলাও হয়। ওই এলাকায় তৃণমূলের একটি দলীয় অফিস ভাঙচুর করা হয়। গোটা ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়।   


স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একদমই নতুন কাউন্সিলর। কেন এমন ঘটল তা খোঁজ নিয়ে দেখা হবে। ঘটনাটি অনভিপ্রেত। দুৎখপ্রকাশ করা হচ্ছে।


দুর্গানগরেও হামলা, কাঠগড়ায় তৃণমূল:
মঙ্গলবার ওই জেলারই দুর্গানগরে সিপিএম-এর (CPIM) সভায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মারধরের অভিযোগও উঠেছে। যদিও তা মানতে নারাজ শাসকদল। দুই দলের তরফেই নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  


মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার দুর্গানগরে, সিপিএম-এর সভায় তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। মাটিতে ফেলে মারধর, চেয়ার ছুঁড়ে আঘাত করার অভিযোগ উঠেছে। দুর্নীতির প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়েছিল। রাত নটা নাগাদ সভায় তৃণমূল আচমকা হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ। কারও মাথা ফেটে যায়, কারও হাত থেকে রক্ত বেরোয় বলে অভিযোগ সিপিএমের। সিপিএম-এর পার্টি অফিসও দখল করে নেওয়া হয় বলে অভিযোগ। 


দুর্গানগরের সিপিএম কর্মী শুভ্রা রায় বলেন,'প্রতিবাদ সভা চলছিল। এখানের লোকাল কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে হামলা চালায়। পথসভা বানচাল করে। পার্টি অফিস দখল করে। প্রচুর কর্মী আহত হয়েছেন। আর এক সিপিএম কর্মী বুলবুল দাসের অভিযোগ, 'আমাদের প্রতিবাদ মিছিল চলছিল। মিটিং বন্ধ করার জন্য তৃণমূলের গুণ্ডাবাহিনী আসে। আমাদের স্টেজ থেকে নামিয়ে মারধর করে। চেয়ার ছুড়ে মেরে মাথায় আঘাত করে। হাত ফেটে গেছে।'


অভিযোগ অস্বীকার:
যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস বলেন, 'এরকম কোনও ঘটনাই ঘটেনি। ২০১১’র পর থেকে সিপিএমের  ওপর কোনও অত্যাচার হয়নি।' অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি উত্তর দমদম পুরসভার, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, অভিযুক্ত তৃণমূল নেতা। 


আরও পড়ুন: মিছিল ঘিরে তুলকালাম, এবিভিপিকে মারধরে অভিযুক্ত তৃণমূল