লখনউ: অধিনায়ক রোহিত শর্মার দুরন্ত অপরাজিত শতরানের দৌলতে অটলবিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচে বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে পর্যুদস্ত করল ভারত।  এর ফলে তিন-ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।


এদিন ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। ভারতের হয়ে শুরুটা দুরন্ত করেন দুই ওপেনার রোহিত ও শিখর ধবন। এদিন দুজনই চেনা ছন্দে ছিলেন। তবে তুলনামূলকভাবে, বেশি বিধ্বংসী মেজাজে পাওয়া যায় ‘হিটম্যান’ রোহিতকে।


প্রথম উইকেটে এই জুড়ি ১০০ পার করে দেন।  তাও মাত্র ১২.২ ওভারে।  ভারতের প্রথম উইকেট পড়ে ১৩২ রানে। ব্যক্তিগত ৪৩ রানে (৪১ বল) আউট হন শিখর।  চালিয়ে খেলতে গিয়ে দ্রুত ফিরে যান ঋষভ পন্ত-ও। ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ওই পর্যন্তই। বাকিটা পুরোটাই রোহিত-শো।


এদিন ক্রিকেটের সর্বকনিষ্ঠ ফর্ম্যাটে ফের একটি শতরান করলেন তিনি।  মাত্র ৫৮ বলে শতরান সম্পন্ন করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১১ রান (৬১ বল) করে। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৭টি বিশাল ছক্কায়। এদিন আরও একটি কীর্তি স্থাপন করলেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন তিনি। ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে।


ভারতের ১৯৫ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২১ রান তুলতেই সক্ষম হয় ক্যারিবীয় বাহিনী।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন ডারেন ব্রাভো (২৩)। এর থেকেই স্পষ্ট, বিশাল রানের বোঝা ও ভারতীয় বোলারদের মাপা বোলিংয়ের সামনে ভেঙে পড়ে বিপক্ষের ব্যাটিং।  দুরন্ত শতরানের জন্য ম্যাচের সেরা হন অধিনায়ক রোহিত শর্মা। ভারত ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত।


ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, মণীশ পান্ডে, দীনেশ কার্তিক, ক্রুনাল পান্ড্য, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ


ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ, ডি রামদিন, শিমরন হেটমেয়ার, কায়রন পোলার্ড, ডারেন ব্র্যাভো, নিকোলাস পোরান, কার্লস ব্রেথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, কিমো পল, খারি পিয়ের, ওশানে থমাস