কুন্তল চক্রবর্তী, নয়াদিল্লি: ব্র্যান্ড ধোনির মূল্য এখনও কতটা বেশি? এই প্রশ্নের উত্তরে বলা যায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর ব্র্যান্ড ধোনির মূল্য তো কমেইনি, বরং উত্তরোত্তর বেড়েই গিয়েছে। ২০২০-র শুরুতে ধোনির হাতে ছিল প্রায় খান পঁচিশেক ব্র্যান্ড। এখন সেই সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে ৩৫-এর আশেপাশে। অর্থাৎ, আরও ১০ টির মতো ব্র্যান্ড তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বার্ষিক আয় প্রায় ২০০ কোটি টাকার মতো। আর প্রতি বছকে ৭০ থেকে ৮০ দিন তাঁকে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের জন্য সময় দিতে হয়।
মহেন্দ্র সিংহ ধোনির বন্ধু তথা ম্যানেজার মিহির দিবাকর কথা বলতে গিয়ে জানিয়ছেন, বেশ কিছু স্টার্ট আপ কোম্পানি ধোনিকে তাদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করার পর তাঁর ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে। আর এজন্য ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও অনেক ব্র্যান্ডেরই ফেভারিট।
টিম ইন্ডিয়ার পক্ষে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে মাহির। তবে এবার আর মাঠে নয়, মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে। আসন্ন টি ২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। মাঠে না থাকলেও চাপের পরিস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন মাহি, যা দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
আর চ্যাম্পিয়ন্স লাক বরাবরই মাহির সঙ্গেই থেকেছে। ক্যাপ্টেন কুল এবার মেন্টর হিসেবে টিম ইন্ডিয়াকে ফের বিশ্বকাপ দিতে পারবেন কিনা, তার জন্য আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।