কলকাতা: 'তিনি ক্রিকেটার না হলে অনায়াসেই অভিনেতা হতে পারতেন'! মহেন্দ্র সিংহ ধোনির অবসরগ্রহণের পর কিছুটা মন খারাপের মধ্যেই এই কথা বললেন তাঁর একটি অ্যাডফিল্মের ডিরেক্টর ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ক্যামেরার পিছন থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশন বলেছেন মাহিকে। শ্যুটিংয়ের টানটান শিড্যুলের মাঝেই যেটুকু কথোপকথন, তাতেই মাহির অভিনেতা অবতারে মুগ্ধ এই বাঙালি পরিচালক।

ক্রিকেট মাঠে দেখা না গেলেও আগামী দিনে একাধিক নতুন বিজ্ঞাপনে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। তারই একটির শ্যুটিং হয়েছে কলকাতাতেই। ২০১৯ এর শেষাশেষি। করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়নি। তবে খুব শিগগিরিই দেখা যাবে ধোনি-কপিল দেবের যুগলবন্দিতে এই নতুন বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনী ছবিটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সিনেম্যাটোগ্রাফিতে ছিলেন সৌমিক হালদার।

'আগামী দিনে ওই টিএমটি বারের চার-চারটি নতুন বিজ্ঞাপন আসতে চলেছে। সবকটির শুটিং-ই একইদিনে করতে হত। মাহির হাতে আর সময় ছিল না। কিন্তু সেদিন মাহি যা করলেন অবিশ্বাস্য!', নভেম্বরের শ্যুটিংয়ের কথা বলতে গিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাঙালি পরিচালক। বললেন, বহু পেশাদার অভিনেতার পক্ষেও যা কঠিন, তা অনায়াসে করে ফেললেন মাহি। ৪ ঘণ্টায় ৪টি অ্যাড শ্যুটের কাজ শেষ। নিজের ঘড়িকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

'মাহির অভিনয় ক্ষমতা, শট নেওয়ার কায়দা, কোন শটটি ভাল হল, কোনটি ঠিক মনমতো হল না, তাও বুঝে ফেলেন মাহি। একেবারে পেশাদার অভিনেতার মতোই। শ্যুটিং ফ্লোরে ধোনিকে দেখলে কে বলবে, উনি ক্রিকেটার, অভিনেতা নন?' শুধু এবার নয়, আগেও যখন ধোনির সঙ্গে কাজ করেছেন এমনই অভিজ্ঞতা হয়েছে সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদারের।

ওঁর মতো মহাতারকাও অসম্ভব মানিয়ে-গুছিয়ে নেন শ্যুটিং ফ্লোরের সকলের সঙ্গে। বুঝতেই দেন না, উনি ২২ গজের মহানায়ক, বিশ্বকাপজয়ী অধিনায়ক! শট বুঝে নেওয়া থেকে সকলের সঙ্গে স্ন্যাকস খাওয়া, সবসময়ই সহজ মাহি। 'ধোনি যে একজন পারফেক্ট টিম-ম্যান, তা বোঝা যায় অল্প সময়েই', মন্তব্য সৌমিকের।

'শ্যুটিংয়ের আগে একটি ভ্যানিটি ভ্যানে আমাদের দেখা। মাহি এলেন। ঠোঁটের কোণে লেগে সেই বিখ্যাত হাসি। সুন্দর করে জিগ্যেস করলেন, আমার কাছ থেকে ঠিক কীরকম শট চাইছেন, বুঝিয়ে দিন। তারপর একেবারে পুঙ্খানুপুঙ্খ বুঝে নিলেন, আর তারপর ঠিক তেমনটাই করলেন সেটে।' বলছিলেন পরিচালক ধ্রুব।

বড় তারকাকে নিয়ে শ্যুটিং থাকলেই ভাবতে হয় তাঁদের ঠিক মতো আতিথেয়তা হল কিনা তাই নিয়ে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি এর ব্যতিক্রম। আর সেটে যেখানে আরেক বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন হাজির, তখন দুজনের গল্পের ভাঁড়ার ফুরোবে কী করে! আর সকলে যখন ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে ক্লান্ত, ধোনির মুখের হাসি মেলায় না। এমনটাই মত ওই বিজ্ঞাপনী ছবি ক্রু মেম্বারদের।

ক্রিকেট মাঠে ব্যাট হাতে তাঁকে দেখা না গেলেও, টিভির পর্দায় আগামীদিনেও ততটাই জনপ্রিয় থাকবেন মাহি। ব্র্যান্ডগুলিও তাঁকে পেতে চাইবে বছরের পর বছর।
'সচিন-সৌরভ-মাহিরা চিরনতুন, চিরকালীন ভালবাসা', আবেগপ্রবণ মন্তব্য পরিচালকের।

বছর দুই আগে কলকাতাতেই একটি বিজ্ঞাপনী ছবিতে ধোনির পোশাক পরিকল্পনা ও সৃজন ভাবনার দায়িত্বে ছিলেন সাবর্ণী দাশ। তিনি জানালেন, ধোনির পেশাদারিত্ব, সৌজন্যবোধ মুগ্ধ করে। কাজটা সবসময় হাসি মুখেই করেন তিনি। সেইবার শ‍্যুটিং পড়েছিল মাহির জন্মদিনে। সেটে সকলের সঙ্গে আনন্দ করে কেকও কাটেন ধোনি।