রাঁচি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। কোনওরকম ঘরোয়া টুর্নামেন্টেও আর খেলেন না মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। কেবলমাত্র আইপিএলে (IPL) তাঁকে খেলতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে তাঁর আইপিএল থেকে অবসর নিয়ে কম জল্পনা শোনা যায়নি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সেই বিষয়ে এখনও অবধি স্পষ্টভাবে কিছুই বলেননি।


ইন্ডোরে ধোনির অনুশীলন


আইপিএল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তবে ধোনি আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলায় ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন মাঝমধ্যেই উঠে। সম্ভবত নিজের ফিটনেস ধরে রাখতেই ব্যাট হাতে নেমে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ককে আজ শুক্রবার (১৪ অক্টোবর) রাঁচিতে ঘরের মাঠে অনুশীলন করতে দেখা যায়। রাঁচির জএসসিএ স্টেডিয়ামের ইন্ডোর ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনির অনুশীলন করার ভিডিও সামনে এসেছে। স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসার পর কয়েক মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।


 






 


ধোনিকে নিশানা


ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঈশ্বর পাণ্ডে (Ishwar Pandey)। আর অবসরের পরই এবার মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দিকে নিশানা করছেন ডানহাতি তারকা পেসার। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জার্সিতে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বর পাণ্ডে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেও খেলেছেন। সেখানেই ধোনির নেতৃত্বে খেলেছেন তিনি। 


এক সাক্ষাৎকারে এই পেসার বলেন, ''ধোনি যদি আমাকে সুযোগ দিতেন, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত। সেই সময় আমার ২৩-২৪ বছর বয়স ছিল। আমার ফিটনেসও দুর্দান্ত ছিল। যদি সেই সময় ভারতের হয়ে খেলার সুযোগ পেতাম, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত।'' ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২০১৩/১৪-য় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তারপরে এশিয়া কাপ স্কোয়াডেও রাখা হয়েছিল তারকাকে। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে শিকে ছেড়েনি। 


নিজের ইনস্টাগ্রাম পোস্টে ঈশ্বর পাণ্ডে লিখেছেন, ''আধুনিক ক্রিকেটের গ্রেট বিরাট কোহলি, এমএস ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং, ঈশান্ত শর্মা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা দারুণ অভিজ্ঞতা হয়ে রইল। কিংবদন্তি সচিন স্যারের বিরুদ্ধে খেলাটাও অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। শৈশব থেকে ওঁকে দেখে অনুপ্রাণিত হয়েছি। ক্রিকেট আমার কাছে সবকিছু। কোনওভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভাল লাগবে। আমার সমস্ত ফ্যান এবং শুভানুকাঙ্খীদের ধন্যবাদ জানাতে চাই। এভাবেই আমাকে ভালবেসে সমর্থন করে যান আপনারা। সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।''


আরও পড়ুন: বিশ্বকাপে বুমরার বদলি কে, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড