রাঁচি: সবুজ গালিচার মতো লন। আর সেখানে টগবগিয়ে ছুটছে দুধসাদা ঘোড়া। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এরপরের দৃশ্যেই চমক। কারণ, সেই ঘোড়ার গতির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে একজন দীর্ঘকায়। পরনে কালো ট্রাউজার্স ও ধূসর রঙের গোলগলা টি শার্ট। তিনি, ক্যাপ্টেন কুল। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক।


দেখে কে বলবে যে ধোনির বয়স ৩৯ বছর! ক্ষিপ্রতায় যে টগবগে ঘোড়ার সঙ্গে পাল্লা দিচ্ছেন তিনি!


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ক্রিকেট মাঠে ধোনির এখন একমাত্র পরিচয়, তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তাঁর নেতৃত্বে অর্ধসমাপ্ত আইপিএলে দুরন্ত পারফর্ম করেছে সিএসকে। ধোনির ক্ষুরধার মস্তিষ্কের পরিচয় টুর্নামেন্টে বারবার পাওয়া গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তাঁর পরামর্শ মেনে বল করেই একের পর এক উইকেট তুলে নিয়েছিলেন সিএসকে-র রবীন্দ্র জাডেজা। যার থেকে প্রমাণ হয়ে গিয়েছিল, ধোনির মগজাস্ত্রে মরচে পড়েনি।


আর শনিবার দেখা গেল, ধোনির ফিটনেসেও মরচে পড়েনি। এদিন ধোনির স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে রাঁচির রিং রোডের ফার্ম হাউসে পোষ্য ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে দেখা গিয়েছে ধোনিকে। ক্যাপশনে সাক্ষী বেশ ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, 'আগের চেয়েও বেশি শক্তিশালী। আগের চেয়েও বেশি ক্ষিপ্র।' সুরেশ রায়না থেকে শুরু করে অনেকেই সেই ভিডিওতে রিঅ্যাক্ট করেন। ভারতীয় দলে হোক বা আইপিএলে, ধোনি বরাবরই ক্ষিপ্র গতিতে দৌড়ন। তাঁর রানিং বিট্যুইন দ্য উইকেটস বিশ্বের অন্যতম সেরা। যার প্রমাণ পাওয়া গেল সাক্ষীর পোস্ট করা ভিডিওতে।



সাক্ষী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। কয়েকদিন আগেই দীপক চাহারের ছবিতে মনজার কমেন্ট করেছিলেন। যা ভাইরাল হয়েছিল। ইনস্টাগ্রামে দীপক চাহার দু'টি ছবি পোস্ট করেছিলেন। যেখানে ‘গজনি’র আমির খানের মতো চেহারায় দেখা যায় দীপককে। এই নতুন অবতারে তাঁকে কেমন লাগছে, সেই প্রতিক্রিয়াও জানাতে বলেছিলেন তাঁর অনুগামীদের। দীপক চাহারের এই পোস্টেই সাক্ষী ধোনির মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। সাক্ষী লিখেছিলেন, ‘হিংস্র লুক দীপক’। এর সঙ্গেই আগুনের একটি ইমোজি দিয়েছিলেন।