নয়াদিল্লি: দুজন ভারতীয় ব্যাডমিন্টনের সেরা দুই মুখ। কিন্তু বুধবার মিশ্র ভাগ্য গেল দুই তারকার।
বুধবার মালয়েশিয়া ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নেমেছিলেন ভারতের দুই মহিলা ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু (PV Sindhu) এবং সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সিন্ধু ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে সাইনা হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তাইল্যান্ডের তারকা, বিশ্বের ১০ নম্বর পর্নপাউই চোচুওংকে স্ট্রেট গেমে হারান। খেলার ফল ছিল ২১-১৩, ২১-১৭।
লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ী সাইনা ৩৭ মিনিটে স্ট্রেট গেমে বিশ্বের ৩৩ নম্বরে থাকা আমেরিকার আইরিস ওয়াংয়ের কাছে হেরে যান। এই খেলার ফল হয়েছিল ১১-২১, ১৭-২১। সপ্তম বাছাই সিন্ধু পরের রাউন্ডে ২১ বছর বয়সী তাইল্যান্ডের ফিতায়াপোর্ন চাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন। চাইওয়ান বিশ্ব জুনিয়র র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর এবং ব্যাংককে উবার কাপে তাইল্যান্ডের ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য ছিলেন।
অন্যদিকে, বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার ডাবলস জুটি পরাজিত হয়েছে। ৫২ মিনিটের কঠিন লড়াইয়ের পরে তাঁরা নেদারল্যান্ডসের রবিন টেবিলিং এবং সেলেনা পিকের কাছে পরাজিত হয়েছেন। ম্যাচের ফল ১৫-২১, ২১-১৯, ১৭-২১।
আরও পড়ুন: রোহিতকে খেলাতে মরিয়া ভারত, বাকি ২ করোনা পরীক্ষার ফলের দিকে তাকিয়ে দ্রাবিড়