কলকাতা : সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। শুধু তা-ই নয়, চ্যাম্পিয়ন দলের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ফুটবলের উন্নতিতে সক্রিয়তা দেখানো এহেন মুখ্যমন্ত্রী এবার পেলেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সই করা জার্সি। এক্স হ্যান্ডেলে নিজেই মেসির-সই সম্বলিত সেই জার্সির ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।


এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পাড়ার মাঠে ফুটবলে লাথি মারা বাংলার প্রত্যেকটা মানুষের মতো আমার শিরাতেও দৌড়াচ্ছে ফুটবলের প্রতি আবেগ। আজ সেই আবেগ বিশেষ জায়গা পেল। কারণ, লিওনেল মেসির সই করা একটি জার্সি পেলাম আমি।" তাঁর সংযোজন, "ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে বেঁধে রেখেছে। এবং মেসি, বল নিয়ে যিনি শিল্পী হয়ে ওঠেন, আমাদের সময়ের ওস্তাদ। বাংলা যে প্রতিভার প্রশংসা করে তার প্রতীকী রূপ। এই জার্সি বাংলা ও এই সুন্দর খেলাটার মধ্যে কখনো না ভাঙা এক সংযোগের প্রতীক।"


 






তাঁর এই পোস্ট ঘিরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিয়েছেন এক্স ব্যবহারকারীরা। গুরজিত ধিলন নামে এক ব্যবহারকারী লিখেছেন, "বিভিন্ন কারণের মধ্যে এটা অন্যতম যার জন্য আমি দিদির প্রশংসা করি-লিওনেল মেসির প্রতি তাঁর ভালোবাসা এবং ফুটবলের প্রতি তাঁর আবেগ। যাতে অনুপ্রাণিত হয়ে আর্জেন্তিনার রঙে বাংলাকে নীল-সাদায় রাঙিয়ে দেওয়া হয়েছে।"


 






অভি বিক্রম নামে একজন কটাক্ষের সুরে লিখেছেন, এখন উনি (মমতা বন্দ্য়োপাধ্যায়) বলবেন...আমাকে ভারত রত্ন দিন...


কারণ আমি মেসির অটোগ্রাফ পেয়েছি...


বাহ বাহ


 






হার্ভে লেন্ট নামে একজন এই ইস্যুতে সরাসরি অভিযোগ তুলে লিখেছেন, উনি এটার যোগ্য নন। কারণ, বাংলার ফুটবলে ওঁর কোনও অবদান নেই।