নয়াদিল্লি: কর্ণাটকে (Karnataka) হিজাব বিতর্কে (Hijab Row) এবার সরব হলেন ফ্রান্স (France) ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ফুটবলার পল পোগবা (Paul Pogba)। তিনি সোশ্যাল মিডিয়ায় হিজাব নিয়ে আন্দোলনকে সমর্থন করেছেন।


ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) ৫৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন পোগবা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হিজাব পরিহিত কয়েকজন তরুণীকে ঘিরে স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন পুরুষ। তাঁদের গেরুয়া উত্তরীয় প্রদর্শন করতে দেখা যাচ্ছে। কয়েকজন আবার তরুণীদের আগলে রেখেছেন। সেখানে দু’জনের বেশি পুলিশকর্মীকে দেখা যাচ্ছে না।


ভিডিওটির দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে, একটি স্কুলের ক্লাসরুমের মধ্যে স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন গেরুয়া বসনধারী। সেই দৃশ্য দেখে ভীত এক শিক্ষিকা।


ভিডিওটির তৃতীয় অংশে দেখা যাচ্ছে, একটি রাস্তায় গেরুয়া পতাকা প্রদর্শন করছেন বেশ কয়েকজন যুবক।


এই ভিডিওটি প্রথমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন লন্ডনের এক ব্যক্তি। সেই ভিডিওটিই শেয়ার করেছেন পোগবা। তবে এই ভিডিওগুলি কবে এবং কোথায় তোলা হয়েছে, সেটা স্পষ্ট নয়।


গত কয়েকদিন ধরেই হিজাব-বিতর্কে উত্তাল কর্ণাটক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা উচিত কি অনুচিত? এই প্রশ্নেই উত্তাল কর্ণাটক। গতকাল এই সংক্রান্ত মামলার শুনানিতে কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, যতদিন না পর্যন্ত হিজাব বিতর্কের নিষ্পত্তি হচ্ছে, ততদিন অবধি এমন কিছু পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন না, যার সঙ্গে ধর্মীয় সংস্পর্শ আছে, যা উস্কানির কারণ হয়ে উঠতে পারে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, কর্ণাটক হাইকোর্ট রায় না দেওয়া পর্যন্ত এ বিষয়ে শুনানি হবে না।


এরই মধ্যে এই বিতর্কে সরব হলেন পোগবা। তাঁর আগে হিজাবের পক্ষে আন্দোলনকে সমর্থন করেছেন পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই।


দেশের বিভিন্ন জায়গাতেও হিজাব আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। কলকাতাতেও হিজাবের অধিকারের পক্ষে মিছিল করেছেন তরুণ-তরুণীরা। আরও কয়েকটি রাজ্য়েও আন্দোলন চলছে। অনেকে যেমন হিজাবের অধিকারের পক্ষে, তেমনই আবার অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বা প্রতীকের বিপক্ষে মত প্রকাশ করেছেন।