ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দিল সিটি। গোল করেছেন কেভিন ডে ব্রুইন এবং কেলেচি ইয়েনোচ। ইউনাইটেডের হয়ে একটিমাত্র গোল করেন জাটান ইব্রাহিমোভিচ।
মাঠে দু দলের লড়াইয়ের চেয়েও এই ম্যাচে বেশি আকর্ষণ ছিল রিজার্ভ বেঞ্চ বা সাইডলাইনের দিকে। কারণ, সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা এবং ইউনাইটেড ম্যানেজার হোসে মোরিনহো। লা লিগা এই দুই ম্যানেজারের বহু লড়াইয়ের সাক্ষী। ম্যাঞ্চেস্টারের দর্শকরা এই প্রথম তাঁদের স্ট্যাটেজির টক্কর উপভোগ করলেন।
এই ম্যাচ কোনও সময়ই খুব উচ্চতায় পৌঁছয়নি। তবে দিনের শেষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে সিটি। ১৫ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ডি ব্রুইন। ম্যান ইউয়ের ডিফেন্সের ভুলে ১-০ গোলে এগিয়ে যায় গুয়ার্দিওয়ালার দল৷ ৩৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ইয়েনোচ। ডি ব্রুইনের শট বারে লেগে প্রতিহত হতেই ফিরতি বল জালে জড়িয়ে দেন ইয়েনোচ। সেই সময় সিটি সমর্থকরা বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু ৪২ মিনিটে তাঁদের হতাশ করে ইউনাইটেডকে গোল উপহার দেন এদিনই প্রথম খেলতে নামা গোলকিপার ক্লদিও ব্রাভো। তিনি প্রথম বলটি ধরতে গিয়েই ফস্কান। সেই সুযোগে গোল করে যান ইব্রা। যদিও শেষপর্যন্ত সিটি গোলকিপারের এই ভুলের খেসারত তাঁর দলকে দিতে হয়নি।
প্রথমার্ধ ২-১ ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলা হবে বলে আশা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তার বদলে ট্যাকটিক্যাল ফুটবল দেখা গেল। দু দলের ফুটবলাররাই মাথা গরম করে কিছুটা পা চালিয়ে খেলছিলেন। ইব্রা ও ফার্নান্দিনহো হলুদ কার্ডও দেখেন। এরই মধ্যে সিটির মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন দাভিদ সিলভা। তিনিই দলকে খেলাচ্ছিলেন। শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিন পয়েন্ট নিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন গুয়ার্দিওলা।
মরশুমের প্রথম ডার্বিতে বাজিমাত গুয়ার্দিওয়ালার
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2016 02:23 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -