ম্যাঞ্চেস্টার: ভারতীয় শিবিরে করোনার হানার জেরে বাতিল হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচ রিশিডিউল করা হবে। পঞ্চম টেস্টের ভবিষ্যৎ কী, তা নির্ধারণ করতে আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডে যাওয়ার কথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করে কবে পঞ্চম টেস্ট আয়োজিত হতে পারে, তা ঠিক করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
ইসিবি প্রতিনিধি এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে সৌরভের। ম্যাঞ্চেস্টার টেস্ট না হওয়ায় ইতিমধ্যেই বহু টাকা ক্ষতির মুখে সম্প্রচারকারী সংস্থা। তাই তাদেরও বৈঠকে ডাকা হয়েছে। তিন পক্ষ মিলে আলোচনা করে সিদ্ধান্তে আসা হবে।
ম্য়াচ বাতিল হয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন ক্রিকেট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রচুর মিম। কিছুদিন আগে একটি ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন করেছিলেন রাহুল দ্রাবিড়। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল যানজটে আটকে মেজাজ হারাচ্ছেন 'দ্য ওয়াল'। মাঠে যিনি বরাবর শান্ত, সংযত হিসাবেই পরিচিত ছিলেন। অথচ স্বভাববিরুদ্ধভাবে সেই বিজ্ঞাপনে দ্রাবিড়কে লোকজনের সঙ্গে ঝগড়া করতে, এমনকী ব্যাট নিয়ে মারার ভঙ্গিতে হুঙ্কার দিতেও দেখা যায়।
শুক্রবার ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ভেস্তে যেতেই ফের সেই বিজ্ঞাপনটি ভাইরাল হয়। অনেকেই সেই বিজ্ঞাপনটি ব্য়বহার করে মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এক ক্রিকেট অনুরাগী লেখেন, 'যখন পঞ্চম টেস্টের জন্য অপেক্ষা করার পর তা বাতিল হয় তখন মানসিক অবস্থা এরকমই দাঁড়ায়।' সেই মিমটি ভাইরাল হয়েছে।
এক ভক্ত আবার ট্যুইট করেছেন, 'জিমি অ্যান্ডারসনের এখন বয়স ৩৯ বছর আর ভারত-ইংল্যান্ড পরবর্তী টেস্ট সিরিজ ২০২৪ বা ২০২৫ সালে হলে তখন আর দুই গোট (গ্রেটেস্ট অফ অলটাইম)-এর মানে অ্যান্ডারসন ও বিরাট কোহলি দ্বৈরথ দেখার কোনও সম্ভাবনা নেই।'