ম্যাঞ্চেস্টার: জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) শুরু থেকেই স্ট্রাইকার নিতে আগ্রহী ছিল। বিশ্বকাপের মাঝপথেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পর্তুগজ তারকার চুক্তি বাতিল করেছিল ম্যান ইউনাইটেড। সেই কারণেই তাদের দলে নতুন স্ট্রাইকার নিতে আগ্রহী ছিল রেড ডেভিলসরা। তবে তাঁরা কোন তারকাকে দলে নেবে, সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসনা। উগ ওয়েগহোর্স্টকে (Wout Weghorst) বাকি মরসুমের জন্য লোনে সই করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। 


ম্যান ইউনাইটেডে ডাচ তারকা


নেদারল্যান্ডসের তারকা স্ট্রাইকার চলতি মরসুমে বার্নলে থেকে বেসিকতাসে লোনে ছিলেন। এক বছরের লোনেই তুরস্কের ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। তবে মাঝপথেই সেই লোন বাতিল করে, ম্যান ইউনাইটেডে যোগ দিলেন ওয়েগহোর্স্ট। তুরস্কের ক্লাবের তরফে জানানো হয় মাঝপথেই লোন বাতিল করার জন্য তাঁরা ক্ষতিপূরণ হিসাবে ২.৮ মিলিয়ন ইউরো পেয়েছে। বেসিকতাসের হয়ে ১৮ ম্যাচে নয়টি গোল করেছেন ৩০ বছর বয়সি তারকা। 


তবে বেসিকতাস অতীত। এবার ম্যান ইউনাইটেডের জার্সি গায়ে 'থিয়েটার অফ ড্রিমস'-এ খেলতে দেখা যাবে তাঁকে। নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ওয়েগহোর্স্ট বলেন, 'ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারাটা আমার কাছে গর্বের বিষয়। এরিক টেন হাগের অধীনে আমি এই মরসুমে ম্যান ইউনাইটেডের উন্নতির বিষয়ে অবগত। মাঠে নেমে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার যেন আমি মুখিয়ে রয়েছি।' অবশ্য সরকারিভাবে ম্যান ইউনাইটেডের হয়ে সই করে ফেললেও, সময়মতো তাঁর নাম নথিভুক্ত করা হয়নি। তাই তিনি এ সপ্তাহের ম্যাঞ্চেস্টার ডার্বিতে খেলতে পারবেন না।


শাস্তির মুখে আর্জেন্তিনা


হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। তবে বিশ্বজয়ের পর আর্জেন্তিনার জয় উদযাপন ঘিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়। এবার এই বিতর্কিত সেলিব্রেশনের ফলেই ফিফার (FIFA) শাস্তির মুখে পড়তে হতে পারে আর্জেন্তিনা ফুটবল সংস্থা (Argentina Football Association)। এই ঘটনায় আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচক নিয়ামক সংস্থা ফিফা।


ফিফার তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'ফিফার নিয়মের অন্তর্গত আর্টিকেল ১১ (খারাপ ব্যবহার ও ফেয়ার প্লের নিয়মভঙ্গ) এবং আর্টিকেল ১২ (খেলোয়াড় ও আধিকারিকদের খারাপ ব্যবহার)-র সম্ভাব্য নিয়মভঙ্গ করার জন্য ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।' আর্জেন্তাইন ফুটবল দলের বিশ্বজয়ের পর এমিলিয়ানো মার্তিনেজ একাধিকবার ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে বিদ্রুপ করে জয় উদযাপন করেন। এক ভাইরাল ভিডিওতে মার্তিনেজকে বিশ্বজয়ের পর সাজঘরে এমবাপের উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন করার কথা বলতে শোনা যায়। এছাড়াও দেশে ফিরে বুয়েনস আইরেসে দলের বাস প্যারেডের সময় তাঁকে এমবাপের ছবি লাগানো এক পুুতুল হাতেও দেখা যায়। 


আরও পড়ুন: রঞ্জিতে ইডেনে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের সিদ্ধার্থ শর্মার