হরিয়ানা: কিছুদিন আগেই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানেই দেখা গিয়েছিল যে নীরজ চোপড়া ও মনু ভাকের নিজেদের মধ্যে কথপোকথন করছেন। এমনকী আরও একটি ক্লিপ ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল মনুর মা নীরজের সঙ্গে কথা বলছেন। এরপরই সোশ্য়াল মিডিয়ায় জল্পনা শুরু হয় যে তবে কি মনু ও নীরজ প্রেম করছেন? এমনও কানাঘুষো শোনা যাচ্ছিল যে মনুর মা হয়ত বিয়ের বিষয় নিয়েই নীরজের সঙ্গে কথা বলছিলেন। অলিম্পিক্সে দুই পদকজয়ীর চার হাত এক হওয়ার সম্ভাবনা উসকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দু জনকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এবার প্রথমবার নীরজ চোপড়াকে নিয়ে মুখ খুললেন ভারতের মহিলা শ্যুটার।
মনু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ''আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই কোনও।'' মনুর বাবা রামকিষণও কিছুদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ''মনুর বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।''
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে নীরজের হাত নিজের মাথায় রেখে কিছু বলছিলেন। সেখানে ঠিক কী বলছিলেন তিনি তা বোঝা যায়নি। কিন্তু এমনটাই মনে হচ্ছিল যে কিছু যেন শপথ করাচ্ছেন নীরজকে। এর কিছুক্ষণের মধ্যেই মনুর বাবা সেখানে আসেন। তখন মনুর বাবাকে পায়ে হাত দিয়ে প্রণামও করেন নীরজ। আবার আরও একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে মনুর সঙ্গেও হেসে হেসে অনেকক্ষণ কথা বলছেন নীরজ।
দুজনে আদৌ প্রেম করছেন কি না জানা নেই। তবে দেশের ক্রীড়াপ্রেমী মানুষরা কিন্তু এই জুটি একসঙ্গে দেখে বেশ পছন্দই করেছেন। অনেক তো আগাম আশীর্বাদও দিচ্ছে তাঁদের।