পার্ল: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকেই বাজিমাত করেছেন। পুরো সিরিজে ১৯ উইকেট নিয়েছেন। বাঁহাতি পেস বোলার দুর্দান্ত পারফম্যান্সে সঙ্গে সঙ্গে জশপ্রীত বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়েও শিরোনামে উঠে এসেছেন। তবে ওয়ান ডে সিরিজের আগে বন্ধুত্বের বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেস বোলার মার্কো ইয়ানসেন। জানিয়ে দিলেন মাঠের লড়াই ভুলে মাঠের বাইরে বুমরার সঙ্গে তাঁর বন্ধুত্বই রয়েছে। 


সোমবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন এই বাঁহাতি তরুণ পেসার। টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে মার্কো বলেন, ''টেস্টে জাতীয় দলে সুযোগ পাওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না। আমি সুযোগ পেয়েছিলাম। তা কাজে লাগিয়েছি। ভাল পারফর্ম করতে পেরেছি। সিরিজ ২-১ ব্যবধানে জিতেছি। ভারতীয় দল আমাদের দেশে এসে কখনও সিরিজ জিততে পারেনি। টেস্টে সেই রেকর্ড আমরা ধরে রেখেছি।''


আইপিএলে জশপ্রীত বুমরার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন একসঙ্গে। অথচ সেই বুমরার সঙ্গেই মাঠে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। সেই প্রসঙ্গে ইয়ানসেন বলেন, ''মাঠের বাইরে আমি একটি চুপচাপই থাকি। কিন্তু মাঠের ভেতর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে ভালবাসি। এটা সেই ছোট থেকেই। বুমরা আমার খুব ভাল বন্ধু। আমরা ২ জনই দেশের হয়ে খেলছিলাম। আর দেশের হয়ে খেললে এই ধরনের ঘটনা একটু হতেই পারে। কিন্তু এর বেশি কিছুই না। আমার মনে হয় বুমরাও এই বিষয়টি বুঝবে।''


সামনে ওয়ান ডে সিরিজ। তা নিয়ে এই প্রোটিয়া তরুণ বোলার বলেন, ''টেস্টে আমরা সিরিজ জিতেছি, সেই মোমেন্টামই আমরা ধরে রাখতে চাইব। কিন্তু আমরা ভারতকে কোনোভাবেই খাটো করে দেখছি না। সবাই জানি ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দল। আমাদের প্রতি বিভাগে নিজেদের সেরাটা দিতে হবে। তবেই টেস্টের মত ওয়ান ডে সিরিজেও জয় হাসিল করতে পারব আমরা।''


আরও পড়ুনঃ ভারতীয় দলের নেতৃত্বে কি দেখা যাবে বুমরাকে? কী ইঙ্গিত দিলেন তারকা পেসার?