মস্কো: মা হলেন মারিয়া শারাপোভা (Maria Sharapova)। রাশিয়ার প্রাক্তন এই মহিলা টেনিস তারকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নিজের সোশাল মিডিয়ায় সন্তানের জন্ম দেওয়ার খবরটি পোস্ট করেছেন মাশা নিজেই। পুত্র সন্তানের নাম রেখেছেন থিওডর। উল্লেখ্য, ২০২০ সালে ডিসেম্বরে ৪২ বছর বয়সি ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেকজান্ডার গিলকিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শারাপোভা।


 ছবি পোস্ট করেছেন শারাপোভা


সন্তানকে কোলে নিয়ে স্বামী অ্যালেকজান্ডারের সঙ্গে ছবি পোস্ট করেছেন শারাপোভা। নিজের পোস্টে তিনি লিখেছেন, ''সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং, উপহার পেলাম আমরা। ছোট্ট সদস্য আমাদের পরিবারে।'' উল্লেখ্য, গত এপ্রিলেই মাশা জানিয়েছিলেন যে তিনি সন্তানসম্ভবা। 


কেরিয়ারে পাঁচটি গ্র্যান্ডস্লাম


মাত্র ১৭ বছর বয়সে সবাইকে তাক লাগিয়ে প্রথম গ্র্যান্ডাস্লাম জিতেছিলেন শারাপোভা। ২০০৪ সালে উইম্বলডন জেতেন মাশা। এরপর ২০০৬ সালে ইউ এস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ২০১২, ২০১৪ সালে ফরাসি ওপেন জিতেছিলেন রাশিয়ার এই টেনিস সুন্দরী। ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো জিতেছিলেন শারাপোভা। ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে হেরে যান তিনি।


২০২০ সালে অবসর


৩২ বছর বয়সেই অবসরের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভা। তিনি জানিয়েছিলেন, ''একমাত্র যে জীবনটাই জেনে এসেছি, সেটা কীভাবে পিছনে ফেলে এগিয়ে যাব? আমি ছোটবেলা থেকে যে কোর্টে অনুশীলন করে এসেছি, সেটা কীভাবে ছেড়ে যাব? যে খেলাটা ভালবাসি, যেটা অব্যক্ত কান্না ও অকথিত আনন্দ এনে দিয়েছে, যে খেলাটার মধ্যে পরিবারকে খুঁজে পেয়েছি, ২৮ বছরেরও বেশি সময় ধরে অনুরাগীরা আমার পিছনে দৌড়েছে, সেটা কী করে ছেড়ে যাব? আমার কাছে এটা নতুন বিষয়। আমাকে দয়া করে ক্ষমা করে দাও টেনিস। আমি বিদায় জানাচ্ছি।'' পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শারাপোভা একসময় বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন।


আরও পড়ুন: গানে গানে উইম্বলডন জয়ের অভিনব সেলিব্রেশন, জকোভিচ যেন পপ স্টার