কলকাতাঃ শনিবার সাতসকালেই কি পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) নতুন দাম ধার্য করল সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। ফের এদিন পেট্রোল ও ডিজেলের দাম লাফিয়ে না বাড়লেও, কমেওনি।  শহরে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ছুটির দিনে পেট্রোল-ডিজেলের দাম না বাড়ায় হাফ ছেড়ে বাঁচল মধ্যবিত্তরা। এহেন পরিস্থিতিতে শহরবাসী প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম কমার অপেক্ষায় দিন গুনছে।  জ্বালানীর দাম না বাড়ায় আশার আলো দেখল বাড়ির কর্তারাও। এদিন কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। কলকাতার পাশাপাশি এদিন সারাদেশে কী দামে বিক্রি হচ্ছে, জেনে নিন।


আরও পড়ুন, সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা : শুভেন্দু অধিকারী


এদিন সরকারি তেল সংস্থা জানিয়েছে যে, কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এদিন দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।  মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৯.২৭ টাকা এবং ৯৫.৮৪ টাকা। পাশাপাশি এদিন চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা। 


প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষা করে। তারপর থেকে একমাসেরও উর্ধ্বে পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) দাম অব্যহত রয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই, রাজ্যে কমে আসে জ্বালানীর দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।  তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানীর দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে। অপরদিকে,  গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই।  সুতরাং নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ।