নয়াদিল্লি: এবার ভারতে আবাসন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভার বিরুদ্ধে।


খবরে প্রকাশ, পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। রুশ টেনিস সুন্দরীর বিরুদ্ধে জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে।


জানা গিয়েছে, ২০১২ সালে ভারতে এসে নয়ডায় একটি বিলাসবহুল বহুতল আবাসনের প্রচার করেছিলেন শারাপোভা। ওই আবাসনের নাম ‘ব্যালে’ দিয়েছিলেন টেনিস তারকা। তিনি জানিয়েছিলেন, সেখানে একটি টেনিস অ্যাকাডেমি, ক্লাবহাউস এবং হেলিপ্যাড থাকবে।


এমনকী, প্রকল্পের ওয়েবসাইটে শারাপোভার উক্তিও প্রকাশ করা হয়েছিল নির্মাণকারী সংস্থা হোমস্টেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তরফে। সেখানে তিনি বলেছিলেন, এই আবাসনের ক্রেতারা বিশেষ পরিষেবা পাবেন, তা নিশ্চিত।


অভিযোগ, বিভিন্ন সম্ভাব্য ক্রেতার থেকে কোটি কোটি টাকা অগ্রিম নিয়ে বেপাত্তা হয়ে যায় নির্মাণকারী সংস্থা। ২০১৬ সালে প্রকল্পটি তৈরি হওয়ার কথা থাকলেও, তা পুরো ভেস্তে যায়। এমনই এক ক্রেতা আদালতে সংস্থা ও শারাপোভার বিরুদ্ধ মামলা করেন।


ওই ব্যক্তির আইনজীবী পীযূষ সিংহ বলেন, যে কোনও সেলিব্রিটি যিনি কোনও পণ্যের প্রচার করেন, এক দিক দিয়ে তিনি ওই সংস্থার এজেন্ট হন। শারাপোভার নাম না থাকলে, কেউ ওই প্রকল্পে বিনিয়োগ করতেন না।


এই মামলায় শারাপোভার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে বিভিন্ন সংস্থার হয়ে এনডোর্স করে ২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিলেন রুশ টেনিস তারকা।