কলকাতা: ইংরেজি নতুন বছরের প্রথম দিনই সমর্থকদের জন্য বড় খবর দিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। জানিয়ে দেওয়া হল দলের পরবর্তী কোচের নাম।


শনিবার একটি বিবৃতি দিয়ে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হল, স্পেনের মারিও রিভেরা (Mario Rivera) আইএসএলের বাকি অংশের জন্য ইস্টবেঙ্গলের কোচ হলেন।



টানা ব্যর্থতার জেরে আইএসএলের মাঝপথেই বিদায় ঘটে ম্যানুয়েল মানোলো দিয়াজের। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) পরবর্তী কোচ হওয়ার ক্ষেত্রে কয়েকদিন ধরেই ভাসছিল মারিও রিভেরার নাম। সেই জল্পনাতেই এবার পড়ল সিলমোহর। শনিবার টিম ম্যানেজমেন্টের তরফে সরকারি ভাবে তাঁর নামই ঘোষিত হল। ২০২১-২২ আইএসএলের বাকি মরসুমে চিমাদের সামলানোর দায়িত্ব দেওয়া হল রিভেরাকেই।


আরও পড়ুন: সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভক্তদের জন্য নতুন বছরে কী বার্তা দিলেন কোহলি?


চলতি আইএসএলে আট ম্যাচ পরও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ শিবির ফুটবলারদের মতো সমর্থকদের মধ্যেও বাড়ছিল হতাশা । লাগাতার ব্যর্থতার জেরেই এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কে ইতি টানেন স্প্যানিশ কোচ দিয়াজ । এমনকী টুর্নামেন্টের মাঝপথ থেকে বিদায় নেওয়ায় ফেব্রুয়ারির এক সপ্তাহ এবং গোটা মার্চ মাসের বেতনও ছেড়ে দেন তিনি। দিয়াজ বিদায় নিতেই দলের সহকারী কোচ রেনেডি সিংহকে অন্তর্বর্তী কোচ করা হয়। তবে দিয়াজের ছেড়ে যাওয়া আসনে পাকাপাকিভাবে কে বসতে চলেছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। তখনই উঠে আসে সামলানো রিভেরার নাম। শনিবার তাঁকেই বেছে নিল ক্লাব।


বছর তিনেক আগে ইস্টবেঙ্গলে (SC East Bengal) পা দিয়েছিলেন সহকারী কোচ হিসেবে। টিমের হেড কোচ আলেহান্দ্রো মেনেন্দেস সরে যাওয়ার পর তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরের মরসুমে আবার পূর্ণ কোচ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে । সেই মারিও রিবেরাকে (Mario Rivera) আবার ফেরাচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএলে লাল-হলুদের পরবর্তী কোচ দায়িত্ব নিতে চলেছেন তিনি।