মুম্বই: ২০২১ কে বিদায় জানিয়ে আমরা সবাই ২০২২ -এ পা রেখেছি। এই বতুন বছরের প্রাক্কালে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভক্তদের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাট কোহলি। এই মুহূর্তে ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টে নামার আগে বর্ষবরণের আনন্দ সবার সঙ্গে ভাগ নিয়েছেন ক্রিকেটারর। টিম হোটেলেই সেলিব্রেশন মুডে ধরা দিয়েছেন প্রত্যেকেই। 


বিরাট তাঁর ট্যুইটারে ২টো ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে তাকে স্ত্রী অনুষ্কা শর্মা সঙ্গে। আর ২টো ছবিতে দলের সতীর্থদের সঙ্গে দেখা গিয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে। নিজের ট্যুইটারে বিরাট লিখেছেন, ''আশা করব নতুন বছর সবার জীবনে ভাল কিছু নিয়ে আসবে। অনেক অনেক ভালবাসা ও পজিটিভিটি আমাদের তরফ থেকে।''


 



 


নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। সেখানে কোচিং স্টাফদের সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড়ও। নতুন বছরের উদযাপনে কেক কেটে সেলিব্রেট করেছেন সবাই। 


এদিকে, ম্যাচ জিতে, ইতিহাস গড়েও স্বস্তি নেই। দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়ন (centurion) টেস্টে জয় হাসিল করা ভারতীয় দলকে শাস্তির মুখে পড়তে হল। স্লো ওভার রেটের জন্য ফাইন করা হল বিরাটদের। তাদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল। শুধু তাইই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক পয়েন্ট ভারতীয় দলের কেটে নেওয়া হল। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ছিলেন সেঞ্চুরিয়ন টেস্টের দায়িত্বে। তিনিই এই সিদ্ধান্ত নিয়েছেন। 


উল্লেখ্য, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট বাহিনী। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সামান্য উন্নতি করেছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্টের শতাংশ একটু বাড়লেও তালিকায় ৪ নম্বরেই রয়েছে তারা।