লন্ডন: সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। তার কয়েক ঘণ্টা পরেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন দলের কোচ মার্ক বাউচার (Mark Boucher)। প্রোটিয়া দলের দায়িত্ব ছাড়ছেন বাউচার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই (ICC T20 World Cup 2022) প্রোটিয়া কোচ হিসাবে বাউচার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। বিশ্বকাপের পর অন্য কোচ বাছাই করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।


প্রোটিয়া বোর্ডের বিবৃতি


সোমবার দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে বোর্ডের সিইও জানান, 'বিগত তিন বছর ধরে মার্ক দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসাবে যে সময় দিয়েছে এবং যতটা পরিশ্রম করেছে, তার জন্য ওঁকে আমরা ধন্য়বাদ জানাতে চাই। একাধিক সিনিয়র তারকাদের অবসরের পর আমাদের কঠিন সময়ে ওঁ দলের দায়িত্ব নিয়েছে এবং আগামী প্রজন্মের জন্য একটা মজবুত ভিতও গড়েছে। আমরা এর জন্য ওঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ওঁর জীবনের পরবর্তী অধ্য়ায়ের জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল।'


 






২০১৯ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব নিজের কাঁধে নেন দলের হয়ে ১৪৭টি টেস্ট খেলা মার্ক বাউচার। আগামী বছরের ৫০ ওভার বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। তবে ব্যক্তিগত কারণ ও নিজের জীবনে কোচ হিসাবে অন্য সুযোগের সন্ধানেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বাউচার। কোচ হিসাবে তাঁর সময়কালে দক্ষিণ আফ্রিকার সম্ভবত সবথেকে ইতিবাচক ফলাফল বলতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। 


ভারতের বিরুদ্ধে দায়িত্বে বাউচারই


তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছে রামধনুর দেশকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজেও বাউচারকেই কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকার ডাগ আউটে দেখা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে অন্য কাউকে প্রোটিয়া দলের দায়িত্ব নিতে দেখা যাবে।


আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ দলে তারকা ব্যাটার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সমর্থকদের একাংশ