দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি, সমস্যা হবে না, বললেন বিরাট
Web Desk, ABP Ananda | 27 Dec 2017 07:45 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: বিয়ে, মধুচন্দ্রিমা, দু’দফায় রিসেপশনের পর ফের ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরই তাঁর অধিনায়ক-জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বিরাট নিজে সেটা মনে করেন না। আজ দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে তিনি বলেছেন, ‘আমরা কারও কাছে কিছু প্রমাণ করার জন্য দক্ষিণ আফ্রিকা যাচ্ছি না। আমরা শুধু ক্রিকেট খেলা আর দেশের জন্য ১০০ শতাংশ দেওয়ার জন্যই যাচ্ছি।’ দক্ষিণ আফ্রিকা সফরের আগে কিছুদিন মাঠের বাইরে কাটিয়েছেন বিরাট। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে খেলেননি। তবে তার জন্য কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি যে কারণে মাঠের বাইরে ছিলাম সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রিকেট আমার রক্তে। তাই খেলায় ফেরা একটুও কঠিন না। আমি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য গত তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি।’ দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত কোনওদিন ভারতীয় দল টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার দলের সম্ভাবনা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘বিদেশে জিততে গেলে দীর্ঘসময় খেলতে হয়। এবারও আমাদের জয়ের খিদে একইরকম আছে। গতবার আমরা যেটা করতে পারিনি, এবার সেটা করতে চাই।’ ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘আমরা জানি, দক্ষিণ আফ্রিকা সফর বড় চ্যালেঞ্জ। ছেলেরা এই সফরের দিকে তাকিয়ে আছে।’ দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দল তিনটি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। টেস্ট সিরিজ শুরু ৫ জানুয়ারি থেকে। বিরাটের সঙ্গে যাচ্ছেন নববধূ অনুষ্কা। তিনি জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরে শাহরুখ খানের সঙ্গে পরবর্তী ছবির কাজ শুরু করবেন।