নয়াদিল্লি: সদ্যই কিংবদন্তি মেরি কম নিজের দস্তানাজোড়া তুলে রেখেছেন বলে দাবি করা হয়। রেকর্ড ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নের এক মন্তব্যের পরেই সকলে মনে করেছিলেন তিনি অবসর ঘোষণা করে ফেলেছেন। তবে তা সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন মেরি কম (Mary Kom)। এক বিবৃতিতে সাফ জানিয়ে দিলেন তিনি অবসর নেননি, বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখা দেওয়া হয়েছে।


মেরি কম বিবৃতিতে জানান, 'আমার মিডিয়ার বন্ধুরা, আমি এখনও অবসর ঘোঘণা করিনি, আমার মন্তব্যের ভুল ব্যাখা দেওয়া হয়েছে। আমার অবসর ঘোষণা করার হলে আমি নিজে মিডিয়ার সামনে এসে সেটা জানাব।' ৪১ বছর বয়সি মেরি কমের অবসর নিয়ে বুধবারই জলঘোলা শুরু হয়। এক স্কুল ইভেন্টে গিয়ে মেরি কমের এক মন্তব্যের পরই তাঁর অবসর নিয়ে কথা শুরু হয়। 


মেরি সেখানে বলেন, 'আমার মধ্যে এখনও উদ্যম রয়েছে, তবে দুর্ভাগ্যবশত নিয়মের জেরে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না। আমি আরও খেলতেচাই কিন্তু আমাকে থামতে বাধ্য করা হচ্ছে। আমি অবসর নিতে হবে। আমার জীবনে আমি সবকিছু পেয়েছি।'


কিন্তু তিনি যে কেবল ছোটদের না না বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই উক্ত কথাগুলি বলেছিলেন, অবসর ঘোষণার জন্য নয়, সেকথা নিজের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন মেরি কম। তিনি বলেন, 'কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয় যে আমি অবসর ঘোষণা করেছি। কিন্তু সেটা ঠিক নয়। আমি ডিব্রুগড়ে ২৪ জানুয়ারি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে বাচ্চাদের আমি অনুপ্রেরণা জোগাচ্ছিলাম। এখনও খেলা চালিয়ে যাওয়ার মতো উদ্যম আমার মধ্যে রয়েছে। তবে অলিম্পিক্সের বয়স সংক্রান্ত নিয়ম আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে আমি আমার খেলা তো চালিয়ে যেতেই পারি। আমি এখনও নিজেকে ফিট রাখার জন্য সবকিছু করছি এবং যদি অবসর ঘোষণা করি, তাহলে নিজেই সকলকে জানাব।'


আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী পুরুষ বা মহিলা, যে কোনও বক্সারই ৪০ বছর পর্যন্ত শীর্ষস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। মেরি কম ইতিমধ্যেই ৪০-র গণ্ডি পার করে ফেলেছেন। এই নিয়েই যত কাণ্ড।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ডাবলসের ফাইনালে রোহন বোপান্না