টোকিও: কেরিয়ারের শেষ অলিম্পিক্স বলে কথা। মেরি কম তাই নিজেকে নিংড়ে নিতে চান টোকিওয়। ভারতের কিংবদন্তি এই মহিলা বক্সার টোকিও অলিম্পিক্স থেকে সোনা জিততে মরিয়া।
বয়স ৩৮। আর বেশিদিন শরীর সায় দেবে না, তা নিজেও জানেন। ৬ বারের বিশ্ব চ্যাম্পিন মেরি কম তাই আসন্ন টোকিও অলিম্পিক্সকেই পাখির চোখ করেছেন। ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন। তবে ২০১৬ রিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন মেরি। কিন্তু খেলা ছাড়েননি।
করোনার জন্য যাতে প্রস্ততি পর্বে কোনও সমস্যা না হয়, তাই ইতালিতে গিয়ে প্রস্তুতি সেরেছেন মেরি। নিজের অলিম্পিক্সের অভিষেকে লন্ডনে ব্রোঞ্জ জিতেছিলেন। ৫১ কেজি ক্যাটাগরিতে এবার রিঙয়ে লড়বেন মেরি। এর আগে ৪৬ কেজি ও ৪৮ কেজি বিভাগেও লড়াই করেছিলেন মেরি।
মেরি কম ভারতের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েছিলেন। ব্রোঞ্জ জিতেই সেই নজির গড়েন মণিপুরি তারকা বক্সার। সেবার সেমিফাইনালে ব্রিটেনের নিকোলা অ্যাডামের বিরুদ্ধে ৬-১১ ব্যবধানে হেরে যান মেরি। এই নিকোলা অ্যাডামই লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন।
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর ভারতের এই তারকা বক্সার ২০১৪ সালে এশিয়ান গেমসেও সাফল্য পেয়েছিলেন। সেই ইভেন্টেও পদক জিতেছিলেন মেরি। ভারতের প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমস থেকে সোনা জিতেছিলেন মেরি কম। এরপর যদিও গ্লাসগো কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন মেরি। কিন্তু চার বছর বাদে গোল্ড কোস্টে সোনা জিতে ফের নিজের ছাপ রাখেন মেরি।
প্রথমবার অলিম্পিক্সের ইতিহাসে ভারত থেকে ৯ জন বক্সার এবার বিশ্বের এত বড় টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। মেরি ছাড়াও পুরুষদের মধ্যে অমিত পাঙ্ঘাল অন্যতম যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। তিনি ৫২ কেজি বিভাগে লড়াই করবেন টোকিওয়। ছেলেদের মধ্যে মণীশ কৌশিক ৬৩ কেজি বিভাগে লড়বেন। এছাড়া মহিলাদের মধ্যে ৭৫ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করবেন পূজা রানি। ৬০ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করবেন সিমরনজিৎ কৌর।