দুবাই: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-৩ ব্যবধানে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কমকে। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না।


দুবাইতে রবিবার মহিলাদের ৫১ কেজি বিভাগের ফাইনালে মেরি কমের বিপরীতে ছিলেন কাজাখস্তানের নাজিম কাজাইবে। সাতটি দফায় তাঁর ষষ্ঠ স্বর্ণপদক অর্জনের লক্ষ্যে, দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন কাজাখের বক্সার নাজিম কিজাইবায়ের বিরুদ্ধে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হন মেরি। 


৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম তিন রাউন্ডের শেষে হেরে যান দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন কাজাইবের কাছে। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে এই নিয়ে তাঁর ৭ বার। এর আগেও প্রতিবারই পদক জিতলেন তিনি। এই প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫টি সোনা, ২টি রুপো হল এল তাঁর ঝুলিতে। 



এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম ও সাক্ষী। ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অমিত পাঙ্গালও। ৫১ কেজি বিভাগের লড়াইয়ে মঙ্গোলিয়ার লুৎসাইখন আলতানৎসেৎসেগকে ৪-১ ফলে হারিয়ে দেন মেরি কম। অন্যদিকে, ৫৪ কেজি বিভাগের লড়াইয়ে দু’বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন সাক্ষী ৩-২ ফলে হারিয়ে দেন কাজাকস্তানের দিনা ঝোলাম্যানকে।


ভারতের দুই মহিলা বক্সার নিজেদের বিভাগের ফাইনালে উঠলেও, সেমি-ফাইনালে কাজাকস্তানের বক্সার আলুয়া বালকিবেকোভার কাছে ০-৫ ফলে হেরে বেরিয়ে যান মনিকা। ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।


উল্লেখ্য, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে যাওয়ার পথে সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলের সদস্যদের। ‘পদ্ধতিগত ভুল বোঝাবুঝি’-র ফলে তাঁদের বিমানকে আধঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটতে হয়। স্পাইসজেটের বিমানটির জ্বালানিও ফুরিয়ে আসছিল। শেষপর্যন্ত দুবাই বিমানবন্দরে অবতরণের অনুমতি পায় বিমানটি। হাঁফ ছেড়ে বাঁচেন ভারতীয় দলের ৩২ জন সদস্য।