নিউ দিল্লি : করোনা নিয়ে যেন নিত্যনতুন উদ্বেগের শেষ নেই। এরই মধ্যে সামনে এল আরও একটি তথ্য। যা চিন্তা বাড়াতে পারে। দেশে করোনায় ৩ লক্ষর বেশি মৃতের মধ্যে ৫৮ শতাংশ মানুষই ছিলেন স্বাস্থ্যবান। সংক্রমিত হওয়ার আগে তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। IANS-CVoter-এর সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় উঠে এসেছে, করোনায় যেসব মানুষ মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ১০.৯ শতাংশের গুরুতর কোনও অসুস্থতা ছিল না। তবে সম্পূর্ণ স্বাস্থ্যবানও ছিলেন না তাঁরা। ১৭.৭ শতাংশের হৃদরোগ, ডায়াবেটিস, টিবি, ক্যানসার-এর মতো রোগে ভুগছিলেন। ১৩.৩ শতাংশ আবার এবিষয়ে কিছুই জানতেন না।
করোনায় ৬৬ বছরের বেশি বয়সিদের মৃত্যু হয়েছে এমন মানুষ রয়েছেন ২১.২ শতাংশ। ৩৬ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে রয়েছেন ১৯.১ শতাংশ। ৫৬ থেকে ৬৫ বছর বয়সিদের মধ্যে ১৮.৩ শতাংশের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৬ থেকে ৫৫ বছরের মধ্যে রয়েছেন ১৬.১ শতাংশ মানুষ। তবে সমীক্ষায় উঠে আসছে, ৪৫ বছরের কম বয়সিদের মৃত্যু বেশি। মোট মৃত্যুর যা ৩৬ শতাংশ। এর পিছনেই রয়েছে ৪৬ থেকে ৬৫ বয়সিরা। মৃত্যুর হার ৩৪.৪ শতাংশ। আর ২১ শতাংশের মৃত্যু হয়েছে এর বেশি বয়স্কদের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ মে-র মধ্যে এই সমীক্ষা চালানো হয়। এই মর্মে সব রাজ্যের ৫৪২টি লোকসভা কেন্দ্রেই নমুনা সংগ্রহ করা হয়। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে ১.৬৫ লক্ষ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। গত ১২ এপ্রিলের পর এই হারে কম দেখা গেল গত একদিনে। এমনই জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এই মুহূর্তে ভারতে মোট সংক্রমিত ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪। মোট মৃত ৩ লক্ষ ২২ হাজার ৫১২। গত ১৮ দিনে দেশে ৬৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে।