করাচি: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। রবিবার এশিয়া সেরার যুদ্ধে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন বাবর আজমরা। এরই মধ্যে বড় খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। জানিয়ে দিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে নামবে পাকিস্তান। প্রাক্তন অস্ট্রেলীয় তারকাকে যুক্ত করা হচ্ছে বাবর আজমদের সঙ্গে।


শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাথু হেডেনকে (Matthew Hayden) টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসাবে যুক্ত করা হচ্ছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন হেডেন। সেবার সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। সবচেয়ে বড় কথা, প্রথমবারের জন্য বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়েছিল পাকিস্তান।


 






এবার অস্ট্রেলিয়ার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পরিবেশ পরস্থিতি নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল হেডেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান শিবিরে যোগ দেবেন হেডেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলে ক্রাইস্টচার্চ থেকে ব্রিসবেনে পৌঁছবেন বাবর আজমরা। সেখানেই পাক দলের সঙ্গে যোগ দেবেন হেডেন।


 




আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?