দুবাই : বিশের মঞ্চে এই প্রথম বিশ্বসেরা (T20 World Cup)। বিশ্বজয়ের পর দুবাইয়ে উদ্দাম সেলিব্রেশনে মাতলেন অজিরা। শ্যাম্পেনে-বিয়ারে একে-অপরকে স্নান করালেন অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটাররা। তবে এসবের মাঝেও সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই চর্চায় ম্যাথু ওয়েড (Matthew Wade) ও মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) আজব এক সেলিব্রেশন। যার পোশাকি নাম 'সুই' সেলিব্রেশন ('Shoey' Celebration)। কী এই সেলিব্রেশন! এক্ষেত্রে মদ্যপানের পাত্র পায়ে পরা জুতো। হঠাৎ করেই পায়ের জুতো খুলে তাতে সুরা ঢেলে পান করাটাই সুই সেলিব্রেশন।
অস্ট্রেলিয়ার ফর্মুলা ওয়ার ড্রাইভার ড্যানিয়েল রিকার্ডো (Daniel Ricciardo) আমদানি করেছিলেন সুই সেলিব্রেশনের। ২০১৬ জার্মান গ্রাঁ প্রি-তে তাঁর আমদানি করা সেলিব্রেশন আপাতত তাঁর সিগনেচার মুভ। রেসিং দুনিয়ায় যে সেলিব্রেশন এতটাই বিখ্যাত যে লুইস হ্যামিল্টন (Lewis Hamilton) পর্যন্ত ড্যানিয়েলের মতোই জুতোয় শ্যাম্পেন ঢেলে মেতেছিলেন সুই-তে। এবার অজি ক্রিকেটারদের হাত ধরে ক্রিকেটের মঞ্চেও আমদানি হল যে আজব সেলিব্রেশন। উল্লেখ্য, পঞ্চাশ ওভারের ক্রিকেটের মঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও টি২০ ক্রিকেটে এই প্রথমবার বিশ্বসেরার তকমা হাসিল করেছেন অজিরা।
যে সেলিব্রেশন দেখে অনেকেই জুতো বিয়ার ঢেলে খাওয়ার বিষয়টিতে হাইজিন সম্পর্কে শঙ্কাপ্রকাশ করেছেন। অনেকেই আবার সেসব বাদ দিয়ে মেতেছেন নতুন ভাইরাল হওয়া সেলিব্রেশনে। সবমিলিয়ে সোশ্যালজুড়ে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে সুই।
আরও পড়ুন- বিশের মঞ্চে প্রথমবার বিশ্বসেরা অজিরা, ঝলকে রইল বিশ্বকাপে সাফল্যের পথ