নয়াদিল্লি: আজ শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। করোনাভাইরাস সংক্রান্ত অতিমারীর কারণে প্রায় ২০০ দিন থমকে থাকার ভারতীয় ক্রিকেটের যাত্রা ফের শুরু ভারতের বাইরে- সংযুক্ত আরব আমিরশাহিতে। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হচ্ছে। সম্প্রতি অফিসিয়াল ব্রডকাস্টার্স এবারের আইপিএলের জন্য ধারাভাষ্যকার ও সঞ্চালকদের নাম প্রকাশ করেছে। কিন্তু সেই তালিকায় একটা নাম না দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। তিনি হলেন মহিলা স্পোর্টস অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গার। তালিকায় মায়ান্তির নাম না দেখে জল্পনা শুরু হয়ে যায়। জল্পনার অবসান ঘটিয়ে কারণটা জানালেন খোদ ভারতের প্রথমসারির স্পোর্টস অ্যাঙ্কার মায়ান্তিই।




আসলে সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন মায়ান্তি। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত সন্তান ও স্বামী ক্রিকেটার স্টুয়ার্ট বিন্নির ছবি শেয়ার করেছেন মায়ান্তি। এই পোস্টের মাধ্যমে মায়ান্তি জানিয়েছেন, ছয় সপ্তাহ আগে তিনি মা হয়েছেন। এই পোস্টে মায়ান্তি ট্যাগ করেছেন অফিসিয়াল ব্রডকাস্টার্স-কে। তিনি লিখেছেন, আমি এবার বাড়িতে বসে আইপিএলের আনন্দ উপভোগ করতে চলেছি। সঞ্চালকদলের সবাইকে শুভেচ্ছাও জানিয়েছিন মায়ান্তি।
তিনি লিখেছেন, ছয় সপ্তাহ আগে তিনি ও স্টুয়ার্ট পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন। জীবনে এক খুশির মোড় এসেছে।

ধারাভাষ্যকার ও সঞ্চালকদের তালিকা
ইংরেজি- হর্ষ ভোগলে, সাইমন ডোল, ইয়ান বিশপ, মাইকেল স্লেটার, ড্যানি মরিসন, দীপ দাশগুপ্ত, রোহন গাওস্কর, পোমি এমবাঙ্গোয়া, ডারেন গঙ্গা, লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, মুরলী কার্তিক, সুনীল গাওস্কর, কেভিন পিটারসেন, অঞ্জুম চোপড়া, লিসা স্থালেকর, মার্ক নিকোলাস, কুমার সঙ্গাকারা ও জেপি ডুমিনি

হিন্দি-আকাশ চোপড়া, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, আশিষ নেহরা, নিখিল চোপড়া, সন্দীপ পাতিল, সঞ্জয় বাঙ্গার, অজিত আগরকর, কিরণ মোরে
সঞ্চালকরা হলেন, সুরেন সুন্দরম, কিরা নায়ারণন, সুহেল চান্ডক, নশপ্রিত কউর, সঞ্জনা গণেশন, জতিন সপ্রু, তানিয়া পুরোহিত, অনন্ত ত্যাগী, ধীরা জুনেজা, নেরোলি মিডোজ।