নয়াদিল্লি: দিনভর কাজের মধ্যে একটু অবসর পেয়ে জিরিয়ে নিতে গিয়ে অনেকেরই চোখ লেগে যায়। এটা আর নতুন কথা কী! অন্ধ্রপ্রদেশের এক চোরেরও চুরি করতে গিয়ে এমন অবস্থা হল। একটি বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে এসি-র হাওয়ায় ঘুমিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে কিছুতেই মন সায় দিল না। আর তা করতে গিয়ে ধরা পড়ল ওই চোর। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলারএক ২১ বছর বয়সের আয়েসি চোরের কাহিনী জেনে অনেকেই মুচকি হাসি চেপে রাখতে পারছেন না।
জেলার এক পেট্রোল পাম্প মালিকের বাড়িতে চুরি করতে এসেছিল বাবু নামের এক চোর। চুরির আগে বাড়ির রেইকি করে নিয়েছিল সে। বাড়ির মালিকের দৈনন্দিন গতিবিধি এবং দিনের শেষে টাকাপয়সা বাড়ির কোথায় তিনি রাখেন, তা জেনে নিয়েছিল সে। এরপর ছক অনুযায়ী চুরি করতে একটা মাস্কও পরে নিয়েছিল। যদিও তা কোভিড-১৯ প্রতিরোধের মতো কোনও মাস্ক নয়।
গত ১২ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বাবু দেখে তার কাজটা আরও সহজ হয়ে গিয়েছে। ভোর চারটের দিকে বাড়িচে ঢুকেছিল সে। ওই দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন গৃহকর্তা সাট্টি ভেঙ্কট রেড্ডি। প্রতিদিন তিনি টাকাপয়সা কাপবোর্ড বা সেফ বক্সে রেখে ঘুমোতে যান। ওই দিন তিনি টেবিলে টাকাপয়সা রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। এত সহজে কাজ হাসিল হয়ে যাবে তা বাবু ভাবতেও পারেনি। আসলে বাবু পেশাদার চোর নয়। হাতের কাছেই তো পড়েছিল টাকাপয়সা! একটু জিরিয়ে নিয়ে সেগুলি নিয়ে পিঠটান দেওয়ার কথা হয়ত ভেবেছিল সে।
গোকাভরম থানার কনস্টেবল অর্জুন বলেছেন, বাবু জানিয়েছে যে, সে খুব ক্লান্ত ছিল। এয়ার কন্ডিশনার চলছিল ঘরে। ঠাণ্ডা হাওয়ায় একটু আয়েস করতে গিয়ে চোখ লেগে গিয়েছিল তার। গৃহকর্তার খাটের নিচেই একটু ঘুমিয়ে নেওয়ার লোভ আর সামলাতে পারেনি সে। আর ঘুম নামামাত্রই নাক ডাকতে শুরু করে বাবু। নাক ডাকার আওয়াজে ঘুম ভেঙে গৃহকর্তা রেড্ডি নিজের ঘরে এক অজানা ব্যক্তিকে দেখে তাজ্জব হয়ে যান। সঙ্গে সঙ্গেই বুঝে নেন ঠিক কী ঘটেছে। চুপিসারে উঠে বাইরে থেকে ঘর তালাবন্ধ করে পুলিশে খবর দেন তিনি। সকাল সাড়ে সাতটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অর্জুন বলেছেন, ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় বাবুর। ধরা পড়েছে বুঝতে পেরে ভেতর থেকে ঘর বন্ধ করে দেয় সে। কয়েক মিনিট ধরে বোঝানোর পর সে দরজা খোলে। এরপর তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বাবুর প্রচুর দেনা রয়েছে। ছোট্ট একটা চায়ের দোকান চালিয়ে দেনা শোধ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। একটা চুরি করতে পারলেও এই সমস্যা থেকে মুক্তি পাবে, এমনটাই ভেবেছিল বাবু। রেড্ডিকে প্রতিদিন ব্যাঙ্কে জমা দেওয়ার আগে বাড়িতে টাকা নিয়ে আসেন। এজন্য রেড্ডির বাড়িতে চুরির ছক কষেছিল সে।
পুলিশ জানিয়েছে, বাবুর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারা গিয়েছে যে, সে পেশাদার চোর নয়।
সাব ইন্সপেক্টর চান্না রাও জানিয়েছেন, বাবুকে গ্রেফতার করা হয়েছে।
চুরি করতে এসে এসি-র হাওয়ায় ভারী হয়ে এল চোখ, গৃহকর্তার ঘরে ঘুমিয়েই পড়ল চোর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2020 08:09 AM (IST)
দিনভর কাজের মধ্যে একটু অবসর পেয়ে জিরিয়ে নিতে গিয়ে অনেকেরই চোখ লেগে যায়। এটা আর নতুন কথা কী! অন্ধ্রপ্রদেশের এক চোরেরও চুরি করতে গিয়ে এমন অবস্থা হল। একটি বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে এসি-র হাওয়ায় ঘুমিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে কিছুতেই মন সায় দিল না। আর তা করতে গিয়ে ধরা পড়ল ওই চোর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -