কলকাতা: মুম্বই সিটি এফসি বরাবরই শক্ত গাঁট সবুজ-মেরুন শিবিরের। আইএসএলে (ISL) কোনওদিন মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। হতাশার ছবিটা বদলাল না বুধবারও। ২-১ গোলে হেরে মাঠ ছাড়ল মোহন বাগান।


যদিও এই ম্যাচের রেফারিং নিয়ে একাধিক প্রশ্ন থাকল। লাল কার্ড দেখানোর ক্ষেত্রে রেফারির তৎপরতা দেখে হতাশ অনেকেই। গোটা ম্যাচে ৭টি লাল কার্ডের পাশাপাশি ৭টি হলুদ কার্ডও দেখিয়েছেন তিনি। যা আইএসএলে এর আগে কোনও ম্যাচে দেখা যায়নি। ম্যাচ শেষ হওয়ার পরে দু'দলের ফুটবলাররা ঝামেলায় জড়ান। মাঠে নেমে পড়েন সাপোর্ট স্টাফেরাও। ম্যাচের রাশ হাতে রাখতে তাঁর ঘন ঘন কার্ড ব্যবহারে ক্ষুব্ধ দু’দলই। রাহুলই যেন ম্যাচের ‘নায়ক’! ম্যাচের পর বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে দুই শিবিরকেই।


এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন আইএসএল চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় মনবীর সিংহকে জঘন্য ট্যাকল করে লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। ১০ জনের মুম্বইকে পেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মোহনবাগান। লিস্টন কোলাসো, জেসন কামিংসদের আটকাতে অযথা ট্যাকল শুরু করে মুম্বই। তবে ২৫ মিনিটে লিস্টনের দুরন্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই সমতা ফেরায় মুম্বই। গোলকিপারকে একেবারে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন গ্রেগ স্টুয়ার্ট।


দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ব্যবধানে লাল কার্ড দেখেন মোহনবাগানের আশিস এবং লিস্টন। ৭৩ মিনিটে গোলদাতা স্টুয়ার্টের পাস থেকেই ফের গোল পায় মুম্বই। রক্ষণ জমাট করে মোহনবাগানকে আর সমতা ফেরানোর সুযোগই দেয়নি তারা। ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। যদিও নাটকের আরও বাকি ছিল। ৮৮ মিনিটে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্টুয়ার্ট। বক্সের মধ্যে মোহনবাগান ডিফেন্ডারেরা স্টুয়ার্টকে ফাউল করলে পেনাল্টি পেতে পারত মুম্বই। কিন্তু রেফারি রাহুল গুপ্ত মনে করেন ইচ্ছা করে পড়ে গিয়েছেন স্টুয়ার্ট। সময় নষ্ট না করে স্টুয়ার্টকে দ্বিতীয় হলদ কার্ড এবং লাল কার্ড দেখান। ম্যাচ শেষ হওয়ার পরে বিপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার ফলে লাল কার্ড জুটল মুম্বইয়ের বিক্রমের কপালেও।


শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে মোহনবাগান হেরে গেল ১-২ গোলের ব্যবধানে। এ বারের আইএসএলে এই প্রথম হারল হুয়ান ফেরান্দোর দল। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকল মোহনবাগান


আরও পড়ুন: আইপিএল নিলামে রেকর্ডের দিন বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য, দল পেলেন না কেউই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে