লন্ডন: খেলায় ভারসাম্য আনতে ব্যাটের আয়তনকে বেঁধে দেওয়ার সুপারিশ করল অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি।


একদিন ও টি-২০ ম্যাচে বড় স্কোর, এমনকী ভুল টাইমিং শটগুলিও হলেও অনেক সময় সীমানার বাইরে বেরিয়ে যাচ্ছে। এতে  শঙ্কিত হয়ে পড়েছেন ক্রিকেট-বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, ক্রিকেট ক্রমে ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে।

সেই আশঙ্কা থেকেই এবার ক্রিকেটের নিয়ম-কানুনের শেষ কথা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আইসিসি-র পরামর্শ চেয়েছিল। এদিন আইসিসি এক বিবৃতি জারি করে জানায়, ব্যাট ও বলের লড়াইকে সমান করতে কী কী করা যেতে পারে সেই সংক্রান্ত পরামর্শ কমিটির থেকে চেয়ে পাঠায় এমসিসি।

এমসিসি দাবি করে, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এখনকার ব্যাটগুলি আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। এর প্রধান কারণ, ব্যটগুলিতে এখন বড় ‘সুইট স্পট’ দেওয়া হচ্ছে। (সুইট স্পট হল ব্যাটের সেই অংশ যেখানে বল লাগলে তা আরও জোরে প্রতিহত হয়)।

এমসিসি-র পরামর্শের প্রেক্ষিতে নিজেদের সুপারিশে ক্রিকেট কমিটি জানায় যে, ব্যাটের আয়তনের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা হলে, ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আসবে।

পাশাপাশি, টেস্ট ম্যাচের পিচের গুণগত মান নিয়েও সংশয় প্রকাশ করেছে ক্রিকেট কমিটি। কমিটি জানিয়েছে, এখন সর্বত্র হোম টিম নিজেদের পছন্দমত উইকেট বানিয়ে রাখছে। ফলে, খেলার সার্বিক ক্ষতি হচ্ছে।

ক্রিকেট কমিটিতে কুম্বলে ছাড়াও রয়েছেন রাহুল দ্রাবিড়, মাহেলা জয়বর্ধনে, অ্যান্ড্রু স্ট্রস। তাঁরা বলেন, এখন বহু ব্যাটসম্যান ব্রিটিশ সেফটি স্ট্যান্ডার্ড অনুমোদিত হেলমেট ব্যবহার করেন না।