গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০-তে ৯ হাজার রান ম্যাকালামের
Web Desk, ABP Ananda | 09 Apr 2018 02:10 PM (IST)
কলকাতা: ক্রিস গেইলের পর ব্রেন্ডন ম্যাকালামও টি-২০-তে ৯,০০০ রান পূরণ করে ফেললেন। গতকাল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে এই নজির গড়লেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ৯,০০০ রান পূরণ করার জন্য তাঁর দরকার ছিল আট রান। ম্যাচের চতুর্থ বলেই ছক্কা মেরে সেই নজির গড়েন ম্যাকালাম। শেষপর্যন্ত ২৭ বলে ৪৩ রান করে আউট হন তিনি। টি-২০-তে ৯,০০০ রান পূরণ করা দুই ক্রিকেটারই কেকেআর-এর প্রাক্তন খেলোয়াড়। আইপিএল-এর প্রথম ম্যাচে কেকেআর-এর হয়ে আরসিবি-র বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ম্যাকালাম। তাঁর সেই ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের স্মরণে আছে।