কলকাতা: তিনি ভারতীয় দলে আগেও থেকেছেন। তবে নেট বোলার হিসাবে। নেটে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বল করতে দেখা গিয়েছিল কুলদীপ সেনকে (Kuldeep Sen)।


মধ্যপ্রদেশের সেই পেসারই এবার জাতীয় দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন কুলদীপ।                                                 


আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গত মরসুমে নজর কেড়েছিলেন। ৭ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। সবচেয়ে বড় কথা, টানা ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। ২৬ বছরের ডানহাতি পেসারকে নিয়ে উচ্ছ্বসিত লাসিথ মালিঙ্গা। রাজস্থান রয়্যালসে কুলদীপকে সামনে থেকে দেখেছেন। মালিঙ্গার ট্যুইট, 'প্রথমবার ওয়ান ডে-তে সুযোগ পাওয়ার জন্য কুলদীপ সেনকে অভিনন্দন। অনেকটা পথ পেরিয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার সবরকম মশলা রয়েছে। অনেক শুভেচ্ছা রইল চ্যাম্পিয়ন'।                                                 


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল:


শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন ও উমরন মালিক।


অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ঠিক পাঁচদিন পরে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। দলে নেই দীনেশ কার্তিক। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। সেই সঙ্গে দলে রাখা হয়েছে স্পিডস্টার উমরন মালিককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও যাঁকে রাখার জোরাল দাবি উঠেছিল।


টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। সেই দলে রয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যাঁর ওয়ান ডে অভিষেক হয়েছিল। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই দলেই রাখা হয়েছে শুভমন গিলকে।


আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?