বাকু: শ্যুটিংয়ে দুরন্ত সাফল্য ভারতের। বাকুতে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে (World Shooting Championship) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। এই সাফল্যের সুবাদেই আসন্ন প্যারিস অলিম্পিক্সেরও ছাড়পত্র পেয়ে গেলেন বঙ্গতনয়া।
ব্যক্তিগত বিভাগে তো বটেই, দলগত বিভাগেও ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিযোগিতায় জয় পান মেহুলি। তিল্লোতমা সেন এবং রমিতার সঙ্গে জুটি বেঁধে ভারতকে সাফল্য এনে দেন মেহুলি। দলগত বিভাগে তাঁদের মোট স্কোর ১৮৯৫.৯। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ১৮৯৩.৭ স্কোর করা চিনের দলকে পিছনে ফেলে দেয় ভারত। দলগত বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জেতে জার্মানি। তবে এই ইভেন্ট জিতলেও, দুর্ভাগ্যবশত একমাত্র ব্যক্তিগত বিভাগে সাফল্যের মাধ্যমেই অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন করা যায়, তাই মেহুলি প্যারিসের ছাড়পত্র পেলেও এই জয়ের সুবাদে তিলোত্তমা বা রমিতা অলিম্পিক্সের ছাড়পত্র পাননি।
মেহুলি ফাইনাল রাউন্ডে ২২৯.৮ পয়েন্ট পেয়ে পোডিয়ামে নিজের জায়গা করতে সক্ষম হন। চিনের জিয়াও হান জিলিন ওয়াঙ যথাক্রমে ২৫১.৫ ও ২৫০.২ স্কোর করে পোডিয়ামের প্রথম দুই স্থান দখল করেন। এই বিভাগে পদকজয়ী তিন শ্যুটারেরই প্যারিসের ছাড়পত্র পাওয়ার কথা। সেই সূত্রেই মেহুলিও প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন। অল্পের জন্য ১৫ বছর বয়সি তিলোত্তমা সেন চতুর্থ স্থান অধিকার করে প্যারিসের টিকিট হাতছাড়া করেন। তিলোত্তমার স্কোর ছিল ২০৮.৪।
প্যারিসের ছাড়পত্র পাওয়ার পর উচ্ছ্বসিত মেহুলি বলেন, 'আমি ব্রোঞ্জ পদক জয়ের পাশাপাশি অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন করতে পেরে ভীষণই খুশি। সাই, এনআরএআই, টিওপিএসকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আমি ভবিষ্যতেও আপনাদের মুখ উজ্জ্বল করতে পারব এবং দেশের হয়ে আরও অনেক পদক জিতবে।'
এখনও পর্যন্ত এই বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে মেহুলি বাদেও তিন ভারতীয় শ্যুটার প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করেছেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রুদ্রাক্ষ পাতিল, ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে স্বপ্নীল কুশালে এবং ভোনিশ মেনদিরাত্তা ট্র্যাপ ম্যান বিভাগ থেকে প্যারিসের ছাড়পত্র পান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের বিজয়রথ অব্যাহত, কলকাতা ফুটবল লিগে এরিয়ানকে ২-০ হারাল লাল হলুদ