রিকি পন্টিংয়ের বাড়ি থেকে গাড়ি নিয়ে চম্পট 


মেলবোর্ন: অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের বাড়িতে চুরি। নিখুঁত কায়দায় পন্টিং ও তাঁর পরিবারকে নিশানা করল চোরেরা। গত সপ্তাহে মেলবোর্নে পন্টিংয়ের বাড়ি থেকে চুরির ঘটনা সামনে এসেছে। গত শুক্রবার রাতে    ঘটনার সময় বাড়িতেই ছিলেন পন্টিং, তাঁর স্ত্রী ও তিন সন্তান। কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পন্টিং বাড়ির গ্যারাজে রাখা গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। 
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার খবর সামনে আসার পরই পুলিশ মহলে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় প্রাক্তন তারকা ব্যাটসম্যান ও তাঁর পরিবারের সদস্যদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গেছে। পুলিশ চুরি যাওয়া গাড়ির সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। 
জানা গেছে, স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে এয়ারউইং খোওয়া যাওয়া গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেলবোর্নের রাস্তায় কয়েকজনকে পন্টিং গাড়ি চালিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল। পন্টিংয়ের গাড়ি নিয়ে যে দুজন পালাচ্ছিল, তাদের এখনও পাকড়াও করা সম্ভব হয়নি। 


বিগ ব্যাশ লিগ ও ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে ধারাভাষ্যের কাজের দৈনন্দিন ব্যস্ততা থেকে খানিক বিরাম নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন পন্টিং। ওই সময়ই এই ঘটনা ঘটে।  শততম টেস্টে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে পন্টিংয়ের দখলে। ১০০ তম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২০ ও অপরাজিত ১৪৩ সহ মোট ২৬৩ রান করেছিলেন পন্টিং। 
১৬৮ টি টেস্ট ম্যাচে তাঁর রান ১৩,৩৭৮। পন্টিংয়ের ব্যাটিং গড় ৫১.৮৫। একদিনের ক্রিকেটে ৩৭৫ ম্যাচে ৫১.৮৫ গড়ে তাঁর মোট রান ১৩,৭০৪।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কও তিনি। নিজের সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। 


এমনিতেই পন্টিংয়ের বাড়ি ঘিরে থাকে আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী। এরমধ্যে চোরেরা কীভাবে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়তে পারল, সেই প্রশ্ন উঠেছে।