Howrah Water Logging: জমা জলে দুর্ভোগ হাওড়াবাসীর, সমাধানের আশ্বাস পুর কমিশনারের

এ যেন বর্ষাকাল । চৌকাঠ পেরোলেই জল থই থই রাস্তা । কালো-নোংরা জল পাড়িয়ে করতে হচ্ছে যাতায়াত । দুর্গন্ধে টেকা দায়। দুর্ভোগের এই ছবি হাওড়া পুর এলাকার শিবপুরের দানেশ শেখ লেনের। এই এলাকায় বসবাস করে অন্তত ৫০টি পরিবার।

Continues below advertisement

সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুর এলাকার শিবপুরের দানেশ শেখ লেনে জমা জলে দুর্ভোগ। কালো নোংরা জলের মধ্যে দিয়ে করতে হচ্ছে যাতায়ত। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সমস্যা সমাধানের আশ্বাস পুর কমিশনারের।

Continues below advertisement

এ যেন বর্ষাকাল । চৌকাঠ পেরোলেই জল থই থই রাস্তা । কালো-নোংরা জল পাড়িয়ে করতে হচ্ছে যাতায়াত । দুর্গন্ধে টেকা দায়। দুর্ভোগের এই ছবি হাওড়া পুর এলাকার শিবপুরের দানেশ শেখ লেনের। এই এলাকায় বসবাস করে অন্তত ৫০টি পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে জল জমে থাকায় বাড়ছে ভোগান্তি।

শিবপুরের দানেশ শেখ লেনের বাসিন্দা মনোজ মিত্র বলেন, এখানে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। আমাদের জল পাড়িয়ে যাতায়াত করতে হয়। বাড়িতে কাউকে আসতে বলতে পারি না। এমনিতেই প্রতি বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার বিস্তীর্ণ এলাকা। কিন্তু বর্ষা চলে যাওয়ার পরও জল জমে থাকায় চরম সমস্যায় শিবপুরের দানেশ শেখ লেনের বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এক বাসিন্দার কথায়, জল জমে থাকায় রোগ ছড়াচ্ছে। বারবার পুরসভাকে বলে কিছু হয়নি। নবান্নে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তাও লাভ হয়নি ।

তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাওড়ার পুর কমিশনার অভিষেক তিওয়ারি। তিনি জানিয়েছেন, ওই এলাকাটি নিচু হওয়ায় জল জমে রয়েছে। পাম্প করে জল বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের মুখে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে। সমস্যা সমাধানে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচিও নিয়েছে রাজ্যের শাসক দল। এই অবস্থায় কবে মিটবে শিবপুরে জমা জলের সমস্যা? আশায় দিন গুনছেন এলাকাবাসীরা।

Continues below advertisement
Sponsored Links by Taboola