ভুবনেশ্বর: গতকাল বিশ্বকাপ হকির পুল সি-র প্রথম ম্যাচে বেলজিয়াম ৫-১ গোলে হারাল দক্ষিণ আফ্রিকাকে। তারা এত বড় ব্যবধানে জয় পাওয়ায় ভারতের পক্ষে তাদের ম্যাচ বেশি গোলে জেতা অত্যাবশ্যক হয়ে যায়। গতকালই পুলের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ১-৫ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছে তারা।
বিশ্বের তিন নম্বর দল বেলজিয়াম জানত, কোয়ার্টার ফাইনালে সরাসরি যাওয়ার আশা জিইয়ে রাখতে গেলে দক্ষিণ আফ্রিকা ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে তাদের। তারা ৫ গোল দেওয়ায় ভারতের যে ৪ গোলের অ্যাডভান্টেজ ছিল তা মুছে যায়, এক জায়গায় পৌঁছে যায় ২ দল। ম্যাচের নায়ক আলেকজান্ডার হেনড্রিক্স, দুটি গোল করেন তিনি। এছাড়া সিমন গুগনার্ড ও লইক লুইপার্ট বেলজিয়ামে হয়ে প্রথমার্ধ্বে গোল করেন। দ্বিতীয়ার্ধ্বে গোল করে দলকে ৫-১-এ এগিয়ে দেন সেড্রিক সিলিয়ার।
দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই বার হয়ে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
কোয়ার্টার ফাইনালে যেতে হলে বেলজিয়াম ও কানাডাকে ক্রস ওভার ম্যাচ খেলতে হবে। কানাডা গোল পার্থক্যে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকার থেকে।
ভারত তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে ১৩ তারিখ।
বিশ্বকাপ হকি: বেলজিয়াম দক্ষিণ আফ্রিকাকে হারাল ৫-১ গোলে
ABP Ananda, Web Desk
Updated at:
09 Dec 2018 02:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -