মোহনবাগান সচিব স্বপনসাধন বসু জানিয়েছেন, ‘সবুজ-মেরুন জার্সির ১৩০ বছরের রোম্যান্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন সঙ্গী দরকার ছিল। ফুটবলের নয়া যুগে বড় বিনিয়োগকারী দরকার। কর্পোরেটই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই কঠোর বাস্তব।’ এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণ সম্পূর্ণ, পরের মরসুম থেকে খেলবে আইএসএল-এ
Web Desk, ABP Ananda | 16 Jan 2020 06:05 PM (IST)
মোহনবাগানের হাতে থাকবে ২০ শতাংশ শেয়ার।
কলকাতা: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। শেষপর্যন্ত আজ এটিকে-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়ে গেল। পরের বছর থেকে আইএসএল-এ খেলবে নতুন করে তৈরি হওয়া একটি দল। ৮০ শতাংশ শেয়ার থাকবে আরপিএসজি গ্রুপের হাতে। মোহনবাগানের হাতে থাকবে ২০ শতাংশ শেয়ার। আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ‘২০০ বছরের ঐতিহ্যবাহী আরপিএসজি গ্রুপ মোহনবাগানকে স্বাগত জানাচ্ছে। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে আবেগের পুনর্মিলন। কারণ, আমার বাবা প্রয়াত আর পি গোয়েঙ্কা মোহনবাগানের সদস্য ছিলেন।’