নিউ জার্সি: ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন লিয়োনেল মেসি। মাত্র ২৯ বছর বয়সি বার্সেলোনার সুপারস্টার ফুটবলার জানিয়েছেন, জাতীয় দলের হয়ে তিনি আর খেলবেন না। তাঁর পক্ষে যা করার ছিল তিনি করেছেন, চ্যাম্পিয়ন হতে না পারাটা সারা জীবন তাঁকে তাড়িয়ে বেড়াবে।
সোমবারই কোপা ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারে আর্জেন্তিনা। টাইব্রেকারে পেনাল্টি মিস করেন মেসি। খেলার শেষে কান্নায় ভেঙে পড়েন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। পরে ঘোষণা করেন অবসরের সিদ্ধান্ত। যদিও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
পাঁচবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিয়োনেল মেসি। চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, আটবার লা লিগা-ও জিতিয়েছেন বার্সেলোনাকে। কিন্তু দেশের হয়ে বড় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে দেখা যায়নি সেই মেসি চমক, যা তাঁর ভক্তরা ক্লাব ফুটবলে দেখতে অভ্যস্ত। আর্জেন্তিনা শেষ বড় টুর্নামেন্ট জিতেছে ৯৩-এ, কোপায়। এ নিয়ে পরপর তিন বছর তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দলকে জেতাতে পারেননি মেসি। ২০১৪-য় জার্মানির কাছে অতিরিক্ত সময়ে বিশ্বকাপ ফাইনাল হারার পর গত বছরও চিলির কাছে কোপায় হার। তারপর এ বছর ফের পরাজয়। দলকে ভিক্টরি স্ট্যান্ডে দেখতে না পারার ব্যর্থতা কুরে কুরে খাচ্ছিল মারাদোনার পর আর্জেন্তিনার সবচেয়ে বড় এই ফুটবল প্রতিভাকে। হয়তো সে কারণেই এদিনের পরাজয়ের পর তাঁর এই অবসরের সিদ্ধান্ত।
কোপা ফাইনালে চিলির কাছে হারের জের, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মেসির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2016 05:35 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -