মেলবোর্ন: অস্ট্রেলিয়ান সুপারক্লাসিকোতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দিল আর্জেন্তিনা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯৫ হাজার দর্শকের সামনে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ব্রাজিলকে হারিয়ে দিল দু নম্বরে থাকা আর্জেন্তিনা। এদিন অবশ্য পূর্ণশক্তির ব্রাজিল মাঠে নামেনি। দলের প্রধান ভরসা নেইমার খেলেননি। ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাডো। এটাই ছিল আর্জেন্তিনার কোচ হিসেবে জর্জ সাম্পাওলির প্রথম ম্যাচ। সেই ম্যাচে জয় পেল আর্জেন্তিনা। এই জয়ের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বাকি চারটি ম্যাচের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেলেন লিওনেল মেসিরা।
এই ম্যাচে মেসিকে কড়া নজরে রেখেছিলেন ব্রাজিলের ডিফেন্ডাররা। তবে গোল না পেলেও, অসাধারণ টাচ, ফ্লিক এবং দৌড়ে দর্শকদের মাতিয়ে দেন এলএমটেন। ব্রাজিল গোল শোধের একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আর গোল হয়নি।
ব্রাজিল ইতিমধ্যেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। লাতিন আমেরিকার গ্রুপে আর্জেন্তিনা এখন পাঁচ নম্বরে আছে। প্রথম চারটি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। ফলে চাপে পড়ে গিয়েছে আর্জেন্তিনা। ৩১ অগাস্ট মন্টেভিডিওতে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর্জেন্তিনার। তার আগে আগামী সপ্তাহে সিঙ্গাপুরে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নেইমারহীন ব্রাজিলকে হারাল মেসির আর্জেন্তিনা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jun 2017 11:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -