বার্সেলোনা: গত রবিবার ন্যু ক্যাম্পে মারাদোনাকে যে ভাবে গোল উৎসর্গ করলেন লিওনেল মেসি তা অনেকেরই মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছ। ম্যাচের ৭৩ মিনিটে একের পর এক ডিফেন্ডারদের পরাস্ত করে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে অসাধারণ এক গোল করেন মেসি। গোলের পরেই তিনি খুলে ফেলেন বার্সার জার্সি। ভিতরে ছিল নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি। এরপর চুম্বন ছুঁড়ে দিতে দেখা যায় মেসিকে, আকাশের দিকে তাকিয়ে। দৃশ্য যতোই মন ছুঁয়ে যাক না কেন, জার্সি খুলে নিয়ম ভঙ্গ করেছেন মেসি। আর তার জন্য তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ জন্য জরিমানার মুখে পড়তে হল বার্সাকে।  তিন হাজার ইউরো জরিমানা দিতে হবে বার্সেলোনাকে। আরএফইএফ-এর ডিসিপ্লিনারি কোডের ৯১ নম্বর ধারা অনুযায়ী এই জরিমানা বার্সেলোনাকে দিতে হবে।


কেন এমন করেছিলেন মেসি সেটা জানতে একটু পিছিয়ে যেতে হবে। ১৯৯৩ সালে ফুটবল কেরিয়ারের শেষ দিকে নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। যদিও কোনও গোল করতে পারেননি তিনি। পরের বছর এই ক্লাবেই সই করেন মেসি। তাঁকে দেওয়া হয় মারাদোনার ছেড়ে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সি। সেই স্মৃতি থেকেই এমনটা করেন মেসি।প্রয়াত মারাদোনাকে এমন আলাদা উপায়ে যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন মেসি তাতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভালবাসা কুড়িয়ে নিয়েছেন। নেটিজেনরা খুব প্রশংসা করেছেন মেসির।

গত  বুধবার মাত্র ৬০ বছরেই প্রয়াত হন  বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা।   ফুটবল জগতে নেমে আসে শোকের ছায়া। মেসিকে বরাবরই মারাদোনার সঙ্গে তুলনা করেছেন তাঁর অনুগামীরা। মেসি বিশ্বকাপে খেলওছেন মারাদোনার কোচিংয়ে। মারাদোনার প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় মর্মস্পর্শী শোকবার্তায় স্মরণ করেন পূর্বজকে।   আর্জেন্টিনার   ফুটবল তারকা লিওনেল মেসি ইনস্টাগ্রামে শোকবার্তায় লিখেছিলেন, আর্জেন্টিনা ও ফুটবলের কাছে খুবই দুঃখের দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, কিন্তু চলে যাননি। কারণ, দিয়েগো তো চিরন্তন। আমি ওঁর সঙ্গে কাটানো সুন্দর সময়গুলি মনের মণিকোঠায় রেখে দিয়েছি। আমি তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।