রণতুঙ্গার বিরুদ্ধে অভিযোগকারী মহিলা ফেসবুকে লিখেছেন, ‘আমার এক সহকর্মী মুম্বইয়ের হোটেল জুহু সেন্টুরের এলিভেটরে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখতে পেয়ে তাঁদের ঘরে গিয়ে অটোগ্রাফ নেওয়ার কথা বলে। ওর নিরাপত্তার কথা ভেবে আমি সঙ্গে যাই। আমাদের পানীয় (হয়তো মাদকমিশ্রিত) দেওয়া হয়। আমি সেই পানীয় না নিয়ে নিজের সঙ্গে থাকা জল খাই। ওরা সাতজন ছিল আর আমরা দু’জন। ওরা ঘরের দরজা বন্ধ করে দেয়। আমার ভয় লাগছিল বলে সহকর্মীকে নিজেদের ঘরে যাওয়ার কথা বলি। কিন্তু ও পুলের ধারে হাঁটার কথা বলে। তখন সময় সন্ধে সাতটা। আমরা নির্জন একটা জায়গায় হাঁটছিলাম। হঠাৎ দেখি ও নেই। এরপর রণতুঙ্গা সেখানে হাজির হয়ে আমাকে যৌন হেনস্থা করেন। আমি তাঁকে অনেক ভয় দেখাই। এরপর চিৎকার করে হোটেলের রিসেপশনে গিয়ে এই ঘটনার কথা জানাই। কিন্তু আমাকে বলা হয়, এটি ব্যক্তিগত বিষয়।’
চিন্ময়ী ফেসবুকে লিখেছেন, ‘মুম্বইয়ের হোটেলে এক মহিলা তাঁর বন্ধুর খোঁজে গিয়েছিলেন। সেখানে তাঁকে যৌন হেনস্থা করেন মালিঙ্গা। হোটেলের এক কর্মী ওই ঘরে যাওয়ার পর কোনওরকমে সেখান থেকে চলে যেতে সক্ষম হন ওই মহিলা।’