MI vs CSK, IPL 2023 Live: বাইশ গজে রাহানের শাসন, মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল ধোনির সুপার কিংস

IPL 2023, Match 12, MI vs CSK: বয়স ৪১ পেরিয়ে গিয়েছে। কিন্তু ধোনির ধার যে কমেনি, আইপিএলে প্রত্যেক ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন। ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই শিবির শরণাপন্ন আর এক কিংবদন্তির।

ABP Ananda Last Updated: 08 Apr 2023 10:52 PM

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলে (IPL 2023) শনিবার ধুন্ধুমার লড়াই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)। যে ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকে। তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ...More

MI vs CSK Live Score: মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল সিএসকে

৩৬ বলে অপরাজিত ৪০ রান রুতুরাজ গায়কোয়াড়ের। ১৬ বলে ২০ রানে অপরাজিত অম্বাতি রায়ডু। মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল সিএসকে।