MI vs GT, IPL 2023 Live: রশিদের লড়াকু অর্ধশতরান, তবুও মুম্বইয়ের বিরুদ্ধে হার গুজরাতের

IPL 2023, Match 53, MI vs GT: একদা ওয়াংখেড়েই ছিল তাঁর কর্মক্ষেত্র, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু সেইসব দিন এখন অতীত। বর্তমানে হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের অধিনায়ক।

ABP Ananda Last Updated: 12 May 2023 11:28 PM

প্রেক্ষাপট

মুম্বই: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের বিগত তিন ম্যাচেই ২০০-র অধিক রান তাড়া করে ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত বাহিনী বেশ ভাল ছন্দেও রয়েছে। সেই ফর্ম নিয়ে...More

MI vs GT Live: ২৭ রানে গুজরাতকে হারিয়ে দিল মুম্বই

রশিদের ঝোড়ো অর্ধশতরান বিফলে। ২৭ রান গুজরাতকে হারিয়ে দিল মুম্বই।