MI vs GT, IPL 2023 Qualifier 2 Live: মোহিতের পাঁচ শিকার, ফের আইপিএলের ফাইনালে গুজরাত

IPL 2023, Qualifier 2, MI vs GT: আর এই আবহাওয়া চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে কিউরেটরের। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মহারণ।

ABP Ananda Last Updated: 27 May 2023 12:06 AM

প্রেক্ষাপট

তীব্র দাবদাহ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস! আজ, শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের (IPL 2023) কোয়ালিফায়ার টুয়ে যুযুধান দুই দল - গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে লড়াই করতে...More

GT vs MI Live Score: ফাইনালে গুজরাত

মুম্বইকে ৬২ রানে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। ৫ উইকেট নিলেন মোহিত শর্মা।