MI vs GT, IPL 2023 Qualifier 2 Live: মোহিতের পাঁচ শিকার, ফের আইপিএলের ফাইনালে গুজরাত
IPL 2023, Qualifier 2, MI vs GT: আর এই আবহাওয়া চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে কিউরেটরের। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মহারণ।
মুম্বইকে ৬২ রানে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। ৫ উইকেট নিলেন মোহিত শর্মা।
মুম্বইয়ের ৯ উইকেটের পতন। আর মাত্র ১ উইকেট তুলে নিলেই আইপিএলের ফাইনালে টানা দ্বিতীয়বার পৌঁছবে গুজরাত টাইটান্স।
রশিদ খানের বলে আউট হয়ে গেলেন টিম ডেভিড।
৩৮ বলে ৬১ রান করে ফিরলেন সূর্যকুমার। ৫ রান করে ফিরলেন বিষ্ণু বিনোদ। ১৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১৫৬/৬।
২০ বলে ৩০ রান করে জশ লিটলের বলে ফিরলেন ক্যামেরন গ্রিন। ৩৩ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের। ১৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৯/৪।
৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান বোর্ডে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় উইকেটের পতন। ১৪ বলে ৪৩ রান করে রশিদ খানের বলে আউট হলেন তিলক ভার্মা।
১ ওভারে ২৪ রান খরচ করলেন মহম্মদ শামি। তিলক ভার্মা ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকালেন।
মুম্বইয়ের দ্বিতীয় উইকেটের পতন। ক্যাচ আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন। নেহাল ওয়াধেরা মাত্র ৪ রান করেই ফিরলেন মহম্মদ শামির বলে।
আইপিএলের প্লে অফের ইতিহাসে সর্বাধিক ২৩৩ রান বোর্ডে তুলল গুজরাত নির্ধারিত ২০ ওভারে।
৪৯ বলে সেঞ্চুরি। চলতি আইপিএলে তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন গুজরাত টাইটান্সের ওপেনার শুভমন গিল।
আকাশ মাধওয়ালের এক ওভারে ৩ ছক্কা-সহ ২১ রান নিলেন গিল। ১২ ওভারের শেষে গুজরাতের স্কোর ১১৯/১।
১৬ বলে ১৮ রান করে পীযূষ চাওলার বলে স্ট্যাম্প আউট হয়ে ফিরলেন ঋদ্ধিমান সাহা।
ব্যক্তিগত ৩০ রানের মাথায় জীবনদান পেলেন শুভমন গিল। জর্ডনের বলে ক্যাচ ফেললেন টিম ডেভিড।
ফাফ ডু প্লেসিকে টপকে অরেঞ্জ ক্য়াপ জয়ের দৌড়ে এখন শীর্ষে চলে গেলেন শুভমন গিল।
৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৭ রান তুলে নিল গুজরাত টাইটান্স।
গুজরাতের বিরুদ্ধে টস জিতলেন রোহিত। প্রথমে ফিল্ডিং মুম্বই ইন্ডিয়ান্সের
৭.৪৫ এ টসের সময়। ৮টার সময় খেলা শুরু হবে।
আমদাবাদে বৃষ্টি, আউটফিল্ড ভিজে থাকায় পিছিয়ে গেল টসের সময়
প্রেক্ষাপট
তীব্র দাবদাহ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস! আজ, শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের (IPL 2023) কোয়ালিফায়ার টুয়ে যুযুধান দুই দল - গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে লড়াই করতে হবে প্রবল গরমের সঙ্গেও।
আর এই আবহাওয়া চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে কিউরেটরের। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মহারণ। সেই ম্যাচের পিচ কেমন হবে? প্রবল দাবদাহের জন্য উইকেট খুব শুকনো থাকার কথা। ম্যাচ চলাকালীন উইকেট ভেঙে যাবে না তো?
তীব্র রোদ থেকে বাঁচাতে পিচ ঢেকে রেখেছেন কিউরেটর। যাতে প্রখর রোদে বাইশ গজ ঝুরঝুরে না হয়ে যায়। এই মাঠে মোট ৯টি পিচ রয়েছে। তার মধ্যে গুজরাত বনাম মুম্বই ম্যাচ হচ্ছে যে বাইশ গজে, সেটায় খুব বেশি ম্য়াচ হয়নি। কিউরেটর পর্যাপ্ত পরিমানে জল দিয়েছেন। যাতে পিচে আর্দ্রতা থাকে। কিউরেটর জানিয়েছেন, উইকেটে গতি ও বাউন্স থাকবে। বল পড়ে ভালভাবে ব্যাটে যাবে। ফলে স্ট্রোক প্লেয়ারদের সুবিধা হবে। এখন আমদাবাদে শিশির খুব একটা পড়ছে না। তাই শিশিরে সমস্যা হবে না বলেই ধারণা। তাও কোনও ঝুঁকি নিতে চাইছেন না মাঠকর্মীরা। রাসায়ানিক স্প্রে করা হচ্ছে। ম্যাচের আগেও হবে।
কোয়ালিফায়ার টুয়ে শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। জিতলে ফাইনালের টিকিট। ট্রফি জয়ের আর একটি সুযোগ। হারলেই বিদায়।
বোলিংয়ে গুজরাতও পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় প্রথম দুইয়ে হার্দিকের দুই যোদ্ধা - মহম্মদ শামি ও রশিদ খান। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শামির দখলে। ২৫ উইকেট নিয়ে দুই নম্বরে রশিদ খান। মুম্বইয়ের বিরুদ্ধে দুজনের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -